ব্রাহ্মণবাড়িয়া : মসজিদে আযান দিতে বিলম্ব হওয়ায় সৌদি প্রবাসী রফিকুলকে গুলি করা হয়েছে। তিনি যে মালিকের অধীনে কাজ করতেন সেই মালিকের ভাগ্নে তাকে গুলি করে হত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম গত রোববার সৌদি প্রবাসে গুলিতে নিহত হয়েছেন।
আগামী জানুয়ারি মাসে দেশে ফিরে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কথা ছিলো রফিকুল ইসলামের (৩৫)। কিন্তু তা আর হলো না।
বৃহস্পতিবার নিহত রফিকুল ইসলামের বড় ভাই কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের তিন ভাইয়ের সবার ছোট ইব্রাহিম মিয়া সৌদিতেই থাকেন। ঘটনার পরপরই ইব্রাহিম ফোন করে রফিকুলকে হত্যা করা হয়েছে বলে বাড়িতে খবর দেন।
ইব্রাহিম তাদের জানায়, সৌদিতে রফিকুলের মালিকের ভাগ্নে গুলি করে তাকে হত্যা করেছে। গত রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সৌদি আরবের আল-কাসিম এলাকায় এ ঘটনাটি ঘটে। রফিকুল সেখানে গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান পরিচালনা করতেন। এছাড়াও একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি।
কামাল জানায়, রফিকুলের লাশ এখন সেখানকার একটি হাসপাতালে আছে। রফিকুলের হত্যাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।
কামাল আরো জানায়, নিহত রফিকুল ইসলাম ছিলেন তিন ভাইয়ের মধ্যে মেজ। তিনি বিবাহিত, রাহাত ও রিসাত নামে তার দুটি ছেলে সন্তান রয়েছে। জানুয়ারিতে দেশে ফিরে সাত বছর বয়সী বড় ছেলে রাহাতকে স্কুলে ভর্তি করানোর কথা ছিলো তার।
রফিকুল প্রায় ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর ভেঙ্গে পড়েছে তার পরিবার। মা-বাবা আর স্ত্রী হেলেনা আক্তার (২৮) অসুস্থ হয়ে পড়েছেন। রফিকুল ১৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান