আসাদুজ্জামান বাবুল: দেশের ৯০ ভাগ জনগণ জাতীয় সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। সে জন্য ভীতসন্ত্রস্ত হয়ে জনমতকে উপেক্ষা করে আবারও বাকশাল কায়েমের উদ্দেশ্যে এই নীতিমালা করেছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সভার আয়োজন করে।
আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, এখন তারা গণতন্ত্রের আবরণে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। এজন্য ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা ও বিচারবিভাগকে দলীয়করণ করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার অপকৌশল ও বন্দুকের জোরে নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না।
আনোয়ার জাহিদের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আনোয়ার জাহিদ আজীবন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীদের বিরুদ্ধে ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে গেছেন। তিনি অন্যায় ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাকে গভীরভাবে উপলব্ধি করি।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশের ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান