নাটোর : ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই শ্লোগানে নাটোরের সিংড়ায় বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার লতিফ মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, অনির্বাণের ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য বই পড়ার বিকল্প নেই।
অনুষ্ঠানে বই পড়েন, কবি আবুল হোসেন, জুলহাস কায়েম, হাবিবুর রহমান, কাওছার আহমেদ প্রমুখ।