ঢাকা: খুচরা ব্যবসায়ীদেরকে নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ খুচরা মূল্যে ভোজ্য তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোজ্য তেল বিক্রয় করেন তবে তা ভোক্তা সাধারণকে জাতীয় ভোক্তা অধিদপ্তর অথবা এফবিসিসিআইকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) ও বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল এর খুচরা মূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টার প্রেক্ষিতে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলি গত ২ ডিসেম্বর থেকে বোতলজাত ও খোলা ভোজ্য তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় মূল্য কমিয়েছে।
তবে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে খুচরা পর্যায়ে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ১০২ টাকায় বিক্রি করবে, যা আগে বিক্রি হতো কোম্পানিভেদে ১১৩-১১৬ টাকায়। আর ৫ লিটারের তেল বিক্রি করবে সর্বোচ্চ ৫০৫ টাকায়, যা বিক্রি হতো ৫৬০-৫৬৫ টাকায়।
উল্লেখ্য, ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এফবিসিসিআইকে জানিয়েছে যে, প্রতি পাঁচ লিটারে তাঁরা পরিবেশকদের ২০ টাকা এবং খুচরা বিক্রেতাদের ২০ টাকা করে কমিশন ধার্য্য করেছে। অর্থাৎ মালিকপক্ষ ৫ লিটারের তেল বিক্রি করবেন ৪৬৫ টাকায়। আর প্রতি ১ লিটার বোতলজাত সয়াবিন তেলে ডিলার কমিশন ৪ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪ টাকা ধার্য্য করা হয়েছে। অর্থাৎ মালিক পক্ষ ১ লিটার বিক্রি করেন ৯৪ টাকায়।
এফবিসিসিআই বাজার পরিদর্শন করে দেখেছে হ্রাসকৃত মূল্যে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। কোন কোন স্থানে হ্রাসকৃত মূল্যের চেয়েও ২-১০ টাকা কমে তেল পাওয়া যাচ্ছে। এফবিসিসিআই-এর পক্ষ থেকে মালিক পক্ষকে অনুরোধ জানানো যাচ্ছে যে, পূর্বের সরবরাহকৃত তেলও যাতে বর্তমান মূল্যে বিক্রি করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান