ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকীর উপযুক্ত বিচার না হওয়ায় সমাজ কল্যাণমন্ত্রী নার্সদের পর্দা করতে নিষেধ করার সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত ইসলামি দল সমূহের নেতৃবৃন্দ।
তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রী পর্দা করতে নিষেধ করে ইসলামি বিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ক’দিন আগে তিনি বেশ্যাবৃত্তির পক্ষে সাফাই গেয়েছেন।
তারা আরো বলেন, অর্থমন্ত্রী ঘুষকে বৈধ বলেছেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন আমি হিন্দুও না মুসলমানও না। এ সমস্ত ধর্মদ্রোহীদের উপযুক্ত বিচার না করলে তারা ইসলাম ও দেশকে রসাতলে দেবে।
এদের ব্যাপারে পদক্ষেপ নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে মিরপুরে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাওলানা জাফরুল্লাহ খান, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি মিজানুর রহমান, মুফতি ফখরুল ইসলাম, মুফতি নুর হোসাইন ও মাওলানা ইসমাইল প্রমুখ।
তারা বলেন, নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীদের শাস্তির ব্যাপারে দেশবাসী এখন ঐক্যবদ্ধ। আমরা আশা করবো ২৫ ডিসেম্বর পর্যন্ত বেধে দেয়া সময়ের মধ্যেই সরকার আমাদের ঈমানী দাবি মেনে নিয়ে মুরতাদদের সর্বোচ্চ শাস্তির বিধান প্রনয়ণ করবে। সরকারের ছত্র-ছায়ায় ধর্মদ্রোহী, নাস্তিক, মুরতাদদের দৌরাত্ম বেড়েই চলেছে। এর মোকাবেলায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ইসলাম প্রিয় জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামি দল সমূহের গণসংযোগ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে কামরাঙ্গীর চর, লালবাগ ও মোহাম্মাদপুর, ড. মাওলানা খলিলু রহমান মাদানীর নেতৃত্বে যাত্রাবাড়ী, খিলগাও, রমনা ও রামপুরা, মাওলানা আবু তাহের জিহাদীর নেতৃত্বে মিরপুর, পল্লবী, কাফরুল ও কল্যাণপুর, মাওলানা মহিউদ্দীন রব্বানীর নেতৃত্বে সাভার, মানিকগঞ্জ ও গুলিস্তান, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকির নেতৃত্বে গেন্ডারিয়া, পল্টন ও মোহাম্মাদপুর ও এড. আব্দুল মোবিনের নেতৃত্বে একটি টীম শান্তিবাগ ও মালিবাগ এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করে।
এছাড়াও সারাদেশের বিভিন্ন জেলায় ও থানায় সংযোগ অব্যাহত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান