আব্দুল্যাহ্-আল-মামুন:- জমে ওঠতে শুরু করেছে রূপগঞ্জের নির্বাচন। চায়ের দোকান, অলি, গলি, পাড়া-মহল্লা, সবত্রই এখন একই আলোচনা এই বিষয়টি বর্তমানেtalk of the village পরিণত হয়েছে। উপশহর বেষ্টিত এলাকা হবার কারণে এই নির্বাচন এখন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এলাকাবাসী। সীমানা প্রাচীর নির্ধারন সহ ওয়ার্ড বিন্যাস নিয়ে এই ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন স্থগিত ছিল। বিগত ১২ (বার) বছর পূর্বে এই ইউনিয়নের নির্বাচন হয়েছিল। র্দীঘ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হবার কারণে এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এলাকার নিরপক্ষ মানুষ মনে করে সৎ, যোগ্য, দক্ষ লোক যেন নির্বাচিত হয়ে এলাকার আরও উন্নয়ন করতে পারে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়ন এর চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া (রানু)। তার সাথে আছেন এ্যাডভোকেট কবির হোসেন, গোলাম ফারুক, আলহাজ্ব সাহাবুদ্দিন ভূইয়া চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করেন। ৯নং ওয়ার্ড এর মেম্বার পদে আছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, মোঃ জাকির মোল্লা, মোঃ জাকির হোসেন, জিলানী ভান্ডারী ও সৈয়দ হোসেন। তবে এর মধ্যে বর্তমান মেম্বারই পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করছেন এলাকাবাসী। তবে এখন দেখার পালা শেষ পর্যন্ত কি হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান