মুন্সীগঞ্জ : ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যহত হওয়ায় পাঁচ শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় ৮টি ফেরি আটকা পড়েছে। ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি'র কর্তৃপক্ষ।
বুধবার রাত সোয়া ৮টা থেকে শিমুলিয়া ঘাটের ফেরি পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় শিমুলিয়া কর্তৃপক্ষ।
সূত্র জানান, পদ্মায় ঘন কুয়াশার কারণে বয়া-বাতি দেখেতে না পাওয়ায় প্রায় পাঁচ শতাধিক যানবাহন নিয়ে শরিয়তপুরের কাঁঠালবাড়ি এলাকার মাগুরখন্ড পয়েন্টে ছোট-বড় ৮টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, উভয় ঘাট থেকে ছেড়ে আসা প্রায় ৮ টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। তবে ফেরিগুলোতে যাত্রীবাহী যানবাহনের চাইতে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।
তিনি আরো জানান, কুয়াশার প্রভাবে প্রায় প্রতিনিয়ত ১০/১২ ঘণ্টা করে ফেরি পারাপার কার্যক্রম বন্ধ রাখা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান