সিলেট : বাংলায় একটা প্রবাদ আছে- ‘চোরের দশদিন গৃহস্তের একদিন!’ এমন ঘটনা ঘটলো এক ক্রাইম রিপোর্টার (ভুয়া সাংবাদিক)-র ভাগ্যে। নিজ কর্মফল তাকে ভোগ করতে হলো। সিলেটে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে অভিনব পন্থায় প্রতারণা করে আসছিল এক প্রতারক! নিজেকে ‘ক্রাইম রিপোর্টার’ পরিচয় দিয়ে অনবরত তিনি নিজেই ক্রাইম করে যাচ্ছিলেন! কিন্তু অবশেষে সব গোমর ফাঁস হয়ে পুলিশের খাঁচায় বন্দি হতে হলো এই সাংবাদিক নামধারী প্রতারককে।
তার নাম জাকেরুল আলম জাকের, বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সমদিপুর কাশিমপুর গ্রামে। পিতা মৃত লাল মিয়া। বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদে বসবাস করেন তিনি। বুধবার সকালে পুলিশ তাকে আটক করেছে।
জাকের নিজেকে ‘জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি’র সিলেট বিভাগীয় ব্যুরা চিফ বলে দাবি করে আসছিলেন। একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশনের ‘ক্রাইম ডায়রি’ নামক একটি অনুষ্ঠানের লোক বলেও তিনি পরিচয় দিতেন।
জানা যায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রিপন আহমদ চৌধুরী কয়েকদিন আগে ‘ক্রাইম ডায়রি’র একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেখানে দেয়া নাম্বারে জাকেরুল আলমের সঙ্গে কথা বলেন। জাকেরুল রিপনকে সিভি জমা দিতে বলেন। সে অনুযায়ী রিপন সিভি জমা দেয়ার পর জাকেরুল কয়েকদিন পর জানান, রিপনের নিয়োগ হয়ে গেছে। এখন পরিচয়পত্রসহ আনুষাঙ্গিক কাজের জন্য ৫ হাজার টাকা দিতে হবে।
কিন্তু রিপন জানান, তার কাছে এতো টাকা নেই। এসময় জাকেরুল বলেন, তিনি এখন ঢাকায় আছেন। কয়েকদিন পর আসবেন। এরমধ্যে মোট ১০ হাজার টাকা প্রস্তুত রাখতে হবে।
এর কয়েকদিন পর রিপন জাকেরুলকে টাকা দেন। এরপর জাকেরুল তাকে বিটিভি এবং ‘জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি’র লগো সম্বলিত একটি অনুষ্ঠানের কয়েকটি চিঠি ধরিয়ে দিয়ে বলেন, এগুলো নিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে এবং তাদের কাছ থেকে ‘চাঁদা’ সংগ্রহ করতে। এজন্য সরাসরি জাকেরুলের সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য বলে দেন তিনি। তার কথামতো রিপন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আমেনা বেগম রুমির কাছে ওই চিঠি নিয়ে গিয়ে ১ হাজার টাকা সংগ্রহ করেন। পরে সাবেক কাউন্সিলর শাহজাহানের কাছে গিয়েও একই পন্থায় ৫০০ টাকা ও শুকরিয়া মার্কেটের এক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার টাকা সংগ্রহ করেন।
কিন্তু এই টাকা সংগ্রহের বিষয়টি নিয়ে রিপনের সন্দেহ হলে তিনি তার এক বন্ধুর সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেই বন্ধু বিষয়টি নিয়ে সিলেটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
এদিকে বুধবার সকালে সিলেট নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তার কাছে ওই চিঠি নিয়ে গিয়ে টাকা চাইলে তিনি কৌশলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাকেরুলকে আটক করে। এসময় জাকেরুল তার সাংবাদিকতার কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি টাকা সংগ্রহের বিষয়েও কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে বিটিভি ও ‘জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি’র চিঠির একটি কপিতে দেখা যায়- ‘২০ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট প্রেসক্লাবের সিলেট বিভাগীয় কার্যালয় জিন্দাবাজারে উদ্বোধন অনুষ্ঠান’র কথা উল্লেখ রয়েছে। অথচ সিলেট প্রেসক্লাবের কোনো বিভাগীয় কার্যালয় নেই। এমনকি সিলেট প্রেসক্লাবের কার্যালয় হচ্ছে সুবিদবাজারে। চিঠিতে প্রধান অতিথি করা হয়েছে ‘বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা’ নামক একটি সংস্থার চেয়ারম্যান আলতাফ হোসেনকে। বিশেষ অতিথি করা হয়েছে জেলা প্রশাসক শহিদুল ইসলামকে। অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি’র সিলেট জেলা প্রতিনিধি আজিজ আহমদ সেলিম সভাপতিত্ব করবেন বলে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, এ ধরনের কোনো সাপ্তাহিক পত্রিকার নামও শুনিনি। এমনকি জাকেরুল আলম নামক কোনো ব্যক্তিও এ ব্যাপারে কোনো ধরনের যোগাযোগ করেনি। প্রেসক্লাবে কোনো বুকিংও দেয়নি সে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম বলেন, জাকেরুল আলম নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না, জানি না। ক্রাইম ডায়রি নামে কোনো অনুষ্ঠানও বিটিভিতে হয় না। জাকেরুল ভুয়া পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল। শুনেছি পুলিশ তাকে আটক করেছে। এ ধরনের প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, বলেন তিনি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, জাকেরুল আলম নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। সে ভুয়া পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান