বরিশাল : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী যাচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের ২য় মেয়াদে পটুয়াখালীতে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। প্রধানমন্ত্রী তার এই সফরে বাংলাদেশ কোস্টগার্ডের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র ‘সিজি বেইস অগ্রযাত্রার’ শুভ উদ্বোধন করবেন। এ ছাড়াও সরকারের বিভিন্ন দফতরের ১২টি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করারও কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলাদেশ কোস্টগার্ড গঠনের দীর্ঘ ১৯ বছর পরে পটুয়াখালী শহরের অদূরে নির্মিত বাংলাদেশ কোস্টগার্ড নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র ‘সিজি বেইস অগ্রযাত্রার’ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘সিজি বেইস অগ্রযাত্রা’র’ সিইউ কমান্ডার রেজাউল হাসান জানান, পটুয়াখালী শহরের অদূরে দূর্গাপুরে ২৩ দশমিক ৬৮ একর এলাকা নিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের এই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এই প্রশিক্ষণ ঘাটিতে ১৯টি ভবন ও ৫ থেকে ৭টি স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভবনসমূহ হচ্ছে-প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, কমান্ড্যাট বাংলো, অফিসার্স মেস, অফিসার্স বাস ভবন ও নাবিকদের বাসস্থানসহ প্যারেড গ্রাউন্ড ও খেলাধূলার মাঠ।
প্রধানমন্ত্রী তার এই সফরে কোস্টগার্ড প্রশিক্ষণ ঘাটির উদ্বোধনের পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান