লন্ডন: অবশেষে সব জল্পনা-কল্পণার অবসান ঘটিয়ে মার্কিন সিনেট সন্ত্রাসী রিপোর্ট প্রকাশ করেছে। তবে ৬০০০ হাজার পৃষ্ঠার এই রিপোর্ট সম্পাদনার মাধ্যমে ৪৮০ পৃষ্ঠা প্রকাশিত হয়েছে, যেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ- এর নানা টর্চার এর বর্ণনা রয়েছে। ইতিমধ্যে যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। রিপোর্টে বন্দীদের সাথে সিআইএ’র টর্চারের বর্ণনা এতো ভয়াবহ যে, আগের বর্ণনা বা সংবাদ মাধ্যমে প্রকাশিত বর্ণনার চাইতেও আরো ভয়াবহ এবং লোমহর্ষক। দীর্ঘ রিপোর্টে বলা হয়েছে, গোয়ান্তামালা বন্দী শিবিরে বন্দীদের প্রতি সিআইএ নিষ্ঠুর অত্যাচার করেছে। তাদের শারীরিকভাবে আদিম ও বর্বরোচিত নির্যাতন করা হয়েছে। জবানবন্দী আদায়ের নামে রীতিমতো পশুসুলভ টর্চার করা হয়েছে- যা কোন মানুষের কল্পণারও বাইরে। অথচ মার্কিন জনগণকে সিআইএ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে দিনের পর দিন, মাসের পর মাস।
রিপোর্টের উপর মন্তব্য করতে গিয়ে বারাক ওবামা বলেছেন, রিপোর্টটি মার্কিন মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ডেমোক্রেটরা বলছেন, ওসামা বিন লাদেনের তথ্য পাওয়া ও জঙ্গিদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য অমানবিক উপায়ে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিলো।
রিপোর্টের লোমহর্ষক তথ্যাবলী প্রকাশের পর বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সংস্থার উপর আঘাত আসতে পারে- এই সতর্কতাহেতু নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, মার্কিন দূতাবাস এবং অন্যান্য স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। মারাত্মক ঝুঁকির কিছু আভাস পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হয়ে বলে জানান তিনি।
এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে গোপন বন্দীশালায় আটক ব্যক্তিদের ওপর সিআইএ’র বর্বরোচিত নির্যাতনের কৌশল এবং ধরণ নিয়ে ওই প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে কথিত সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে ওইসব ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে রিপোর্টের যে অংশ প্রকাশিত হয়নি এখনো- তা গোপন হিসেবেই বিবেচিত হবে। এ প্রতিবেদনের কোন্ অংশ প্রকাশ করা হবে না, তা নিয়ে মতভেদ ছিল এবং সে কারণে শেষ পর্যন্ত এটি প্রকাশে দেরি করা হয়েছে ।
রিপোর্টের প্রধান প্রধান দিকসমূহ হচ্ছে-
*বন্দীদের সাথে চড় থাপ্পড়, স্ট্রেস পজিশনসহ নির্ঘুম অবস্থায় রাখা, পানির ডোবার(চৌবাচ্চা) মধ্যে রেখে নির্যাতন।
*সৌদি আরবের জোবায়দাকে আল কায়েদা সন্দেহে লাশের বাক্সের মধ্যে কয়েক ঘন্টা রাখা হয়েছিলো।
*বন্দীদের শারীরিক এবং সাইকোলজিক্যালি টর্চার করা হতো।
*বন্দীদের সাথে অনোনুমোদিত (রেকটাল ফিডিং- রেকটাল হাইড্রেশন) যন্ত্রণা দেয়া হতো- কোন মেডিক্যাল গ্রাউন্ড ছাড়াই।
উল্লেখ্য সৌদি নাগরিক আবু জোবায়দাকে ২০০২ সালের ৪ আগস্ট থেকে ২৪ আগস্ট ৪৭দিন একেবারে নিঃসঙ্গ অবস্থায় সিক্রেট জেলে রাখা হয়েছিলো। সিকিউরিটির লোকজন তাকে উলঙ্গ করে হাতে পায়ে শেকল, গলায় শেকল অবস্থায় শুধু রাখা নয়, কফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিলো।
এরকম লোমহর্ষক কমপক্ষে ২০টি ফ্যাক্টস ফাইন্ডিংস আছে প্রতিবেদনে যা পড়ার এবং লেখার অযোগ্য।
এই রিপোর্ট প্রকাশের সময় সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান বলেছেন, এই প্রতিবেদনের ৫০০ পৃষ্ঠার সামারি কখনো ক্ষতস্থান সারানো যাবেনা। তবে বিশ্বকে এবং আমেরিকার জনগণকে আমরা আশ্বস্ত ও জানিয়ে দিতে চাই যখন ভুল করা হয়ে থাকে তখন আমেরিকাই এনাফ সেই ভুল স্বীকার এবং সেই ভুল থেকে শিক্ষা নেয়ার। তিনি আরো বলেন, মোটা দাগের হরফে এটাই শুধু বলা যায় সিআইএ বন্দীদেরকে টর্চার করেছে।
প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন বলেন, এটিকে ব্রিটিশ পারস্পেক্টিভ ওয়েতে দেখতে হবে, তবে টর্চার করা ভুল ছিলো।
সিআইএ’র এই বর্বরোচিত অত্যাচারের তথ্য প্রকাশের পর পরই ব্রিটিশ প্রভাবশালী মিডিয়া টেলিগ্রাফ প্রশ্ন তুলেছে ওই সময়ের প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন এবং ফরেন সেক্রেটারি জ্যাক স্ট্র কি করেছিলেন? ওই সময় যেহেতু বিশ্বব্যাপী মার্কিন সেংশনের সাথে ব্রিটেন সহযোগিতা ও ভুমিকা রেখেছিলো, বন্দীদের প্রতি অমানবিক অত্যাচার রুখতে তারা কি করেছিলেন?
৯/১১ হামলার পর ব্রিটিশ ফরেন সেক্রেটারি ষ্ট্র যখন আব্দেল হাকিম বেলহাজ ও সামি-আল সাদ এর নাম নেন সন্ত্রাসের দায়ে কিন্তু গিবসন ইনকোয়ারির ফলে অভিযুক্ত দুজনই কিন্তু ব্রিটেনে ক্ষতিপূরণ পেয়েছিলেন। টেলিগ্রাফ বলছে, টনি ব্লেয়ার এবং জ্যাক ষ্ট্র সিআইএ’র গোপন অত্যাচার সম্পর্কে এই দু’জনই অবহিত ছিলেন। ওই সময়ে সিআইএ’র এমন ব্লুপ্রিন্ট সম্পর্কে ব্লেয়ার জানার পরেও প্রশ্নের জবাবে কমেন্ট করতে অস্বীকার করেছিলেন, আর জ্যাক ষ্ট্রও অস্বীকার করেছিলেন বিশেষত আব্দেল হাকিম বেলহাজির কেসের সময়ে। সেজন্যেই সিআইএ’র এমন জঘন্য অত্যাচারের প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ মিডিয়া প্রশ্ন তুলেছে আজ জানা প্রয়োজন টনি ব্লেয়ার এবং জ্যাক ষ্ট্র এ সম্পর্কে কতোটুকু পর্যন্ত অবহিত ছিলেন?