ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার নিলেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী।
নরওয়ের রাজধানী ওসলোর সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার তাদের হাতে পুরস্কার তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজয়ের্ন জাগলান্দ।
এসময় নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজয়ের্ন জাগলান্দ বলেন, 'এক তরুণী ও একজন বয়স্ক ব্যক্তি, একজন পাকিস্তানি ও একজন ভারতীয়, একজন মুসলমান ও অপর জন হিন্দু; বর্তমানে বিশ্বের যা প্রয়োজন উভয়ে তারই প্রতিনিধিত্ব করেন। আর তা হলো একতা, দুই জাতীর মধ্যকার ভাতৃত্ববোধ।
সূত্র : এএফপি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান