ঢাকা : ব্যবসায়ীবান্ধব ভ্যাট আইন করার দাবি জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, আমরা ভ্যাট দিতে চাই কিন্তু সিস্টেমেটিক পদ্ধতিতে ভ্যাট আদায় করতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট-২০১২ : কনসার্নস এন্ড ইমপ্লিমেনশন চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দেয় বলেই সরকার লক্ষ কোটি টাকার বাজেট দিতে পারছে। ব্যবসায়ীরা ভ্যাট না দিলে এত বড় বাজেট দেওয়া সম্ভব হত না।
ব্যবসায়ীরা ভ্যাট দেয় না এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা ভ্যাট দিতে চাই এবং বাচঁতেও চাই। তাই এমনভাবে ভ্যাট আইন করেন যাতে আমরা ভ্যাট দিতে পারি।
ভ্যাটকে সম্প্রসারণের দাবি জানিয়ে তিনি বলেন, করদাতার পরিমান বাড়ানো প্রয়োজন। এনবিআর তা না করে, আমরা যারা ভ্যাট দেই তাদের উপর আরো বেশি চাপিয়ে দেওয়া হয়। হয়রানীর শিকার হতে হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান