ডেস্ক : ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীর রামাল্লার জ্যেষ্ঠ মন্ত্রী জিয়াদ আবু আইন নিহত হয়েছেন।
বুধবার দেশটির প্রশাসনিক রাজধানী রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের তারমুসাইয়া এলাকায় একটি বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনারা হামলা চালায় এসময় ওই মন্ত্রী নিহত হন।
ইসরায়েলি সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা শুরু হলে মীমাংসার চেষ্টা করেন আবু আইন। এসময় ইসরায়েলি সেনারা তার বুকে ও পেটে আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি।
মুমূর্ষু অবস্থায় মন্ত্রীকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপর একটি মাধ্যমে জানা যায়, বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনারা নির্বিচারে টিয়ার গ্যাস ছুঁড়লে শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারান অ্যান্টি ওয়াল ও সেটেলমেন্ট কমিশনের প্রধান আবু আইন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
হত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই বর্বর হত্যাকাণ্ড সহ্য করা হবে না।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান