ঢাকা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, মানবাধিকার হরণ হবে এই কথা শোনার জন্য বাংলাদেশ হয়নি। আজকে আমাদের মানবাধিকার নিয়ে উল্লাস করার কথা ছিলো। এই মানবাধিকার হরণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘মানবাধিকার হরণ : এ কী পরিস্থিতিতে দেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সরকারকে বলেছি র্যাব বিলুপ্ত করার জন্য। এরা আপনাদের জন্যই কাল হবে। আমরা অনেকে ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেছি। আমরা চাই না সরকারের লোকদের মুখে শুনি যে আমাদের র্যাব থেকে বাঁচাও।
তিনি আরো বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এই গুম খুনের বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য তিনি সরকারে প্রতি আহবান জানান।
নারয়নগঞ্জের ৭ খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম বলেন, র্যাবের সবাই স্বীকার করেছে তারা আমার ভাইকে হত্যা করেছে। তাহলে এই বিচার করতে দেরি হচ্ছে কেন? এই মামলার এজাহারভুক্ত আসামি নুর হোসেন বিদেশে আছে। শুনেছিলাম তাকে দেশে আনা হবে। ৮ মাস হলো তাকে দেশে আনা হয়নি। আমি সরকারের কাছে দাবি জানাই তাকে দেশে এনে এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচার করা হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন সুজনের সাধারাণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নারায়ণগঞ্জ বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন, কলামিস্ট ও বিশিষ্ট টকশো আলোচক ডা. জাফর উল্লাহ, লেখক গবেষক কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গুম খুনের স্বীকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাসহ অন্যানরা।
পরে সভা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এই গুম খুনের বিরুদ্ধে তারা মানববন্ধন করেন।