ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ১৯৭১ সালের মতো আবার গর্জে উঠার সময় এসেছে।
বুধবার সন্ধ্যায় মহান বিজয় ও মানবাধিকার দিবস উপলক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম কে আনোয়ার বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের আহবানে যেভাবে মানুষ গর্জে উঠেছিল ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার আহবানে নিজেদের অধিকার আদায়ে হয়তো সংগ্রাম করতে হতে পারে। কারণ অবৈধভাবে ক্ষমতাসীনরা একে একে মানুষের সকল ক্ষমতা কেড়ে নিয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন নিজেদের যা কিছু আছে তাই নিয়ে সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ি।
প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জাতিকে মেধাশূন্য করছে সরকার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান