ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এটা ২০১৩ নয় এটি ২০১৪ সাল। এবার যদি বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার ইনস্টিটউশন মিলনায়তনে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংলাপের কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ট্রেন যখন মিস করেছেন তখন আপনাকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার উচিত বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া এবং আপনার দলের নেতা-কর্মীদের পড়তে উৎসাহী করা। এ থেকে আন্দোলনের শিক্ষাগ্রহণ করতে পারবেন।
মির্জা ফখরুলের দেয়া এক বক্তব্যে জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কে যুদ্ধে গেছে, কে ভারতে গেছে আর কে পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছে তা আমাদের জানা আছে। আমরা ভদ্র লোক বলে কিছু বলি না।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাদুর বেপারী। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আবু কায়সার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান