ঢাকা : সরকার যদি বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধি করে তবে তা দেশের আপামর জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে বদ্ধপরিকর বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিদ্যুৎ, গ্যাস ও তেল খাতে যে সীমাহীন দুর্নীতির বিস্তার ঘটেছে তা বন্ধ করার জন্য দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, মহাজোট ও অনির্বাচিত অবৈধ সরকারের পুরো আমলটা জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলছে সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠন। অনির্বাচিত ও অবৈধ সরকার বিদ্যুৎ ও গ্যাস খাতে তাদের সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠনকে জায়েজ করতে এবং দুর্নীতি ও লুণ্ঠনের জন্য যাতে আইন ও বিচারের মুখোমুখি হতে না হয় সেজন্য ‘স্পেশাল ইমারজেন্সি পাওয়ার এন্ড এনার্জি এ্যাক্ট-২০১০’ জারি করে।