পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

কারাগারের নিখোঁজ ‘রাইফেল’ পুকুরে : ১ কারারক্ষী আটক

গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটির অস্ত্রাগার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলটি তিনদিন পর জেলখানার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কারাগারের পুকুরে তল্লাশি চালিয়ে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।

কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, সকালে অস্ত্রের সন্ধানে কারাগারের একটি পুকুরে ৫০ জন কারারক্ষীকে নামানো হয়। সেখানেই অস্ত্রটি খুঁজে পান আল আমিন নামে এক কারারক্ষী।

তিনি জানান, গঠিত তদন্ত কমিটির প্রধান মো. বজলুর রহমান এবং হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারারক্ষী আল আমিনকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।

তিনি আরো জানান, খোয়া যাওয়া অস্ত্রটি যে কোনো মূল্যে উদ্ধার করতে রাতে কারারক্ষীদের নিয়ে এক বৈঠক হয়। তখন কারাগারের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বুধবার ব্যারাকের পাশের পুকুরের ভেতর তল্লাশি করে রাইফেলটি পাওয়া যায়। তবে রাইফেলটি কীভাবে ওই পুকুরে গেল তা জানতেও তদন্ত কমিটি কাজ করবে।

রাইফেল উদ্ধার ও কারারক্ষী আটকের ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল জানান, গত রোববার জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম কাশিমপুর কারাগার পরিদর্শনে যান। এসময় তিনি কারাগারের পার্ট-১ পরিদর্শন করে চলে আসেন। তবে হাইসিকিউরিটি সেলের ২১ জন কারারক্ষী তাকে গার্ড অব অনারের জন্য প্রস্তুত নেয়। তিনি সেখানে না যাওয়ায় কারারক্ষীদের একজন ওই রাইফেলটি পুকুরে ফেলে দেয়। পরে অস্ত্র উদ্ধারের খবরে বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আযাদ খানকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের একটি টিম ও ওই ২১ জন কারারক্ষীর মোবাইল কললিস্ট যাচাই করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উত্তর সন্তোষজনক না হওয়ায় রাইফেল খোয়া যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী আরিফ হোসেনকে আটক করা হয়।

উল্লেখ্য, রোববার বিকালে অস্ত্র গণনার সময় খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনায় রাতেই কারা পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কারাগার অস্ত্রাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম হাওলাদারসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

কারাগারের নিখোঁজ ‘রাইফেল’ পুকুরে : ১ কারারক্ষী আটক

আপডেট টাইম : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটির অস্ত্রাগার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলটি তিনদিন পর জেলখানার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কারাগারের পুকুরে তল্লাশি চালিয়ে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।

কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, সকালে অস্ত্রের সন্ধানে কারাগারের একটি পুকুরে ৫০ জন কারারক্ষীকে নামানো হয়। সেখানেই অস্ত্রটি খুঁজে পান আল আমিন নামে এক কারারক্ষী।

তিনি জানান, গঠিত তদন্ত কমিটির প্রধান মো. বজলুর রহমান এবং হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারারক্ষী আল আমিনকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।

তিনি আরো জানান, খোয়া যাওয়া অস্ত্রটি যে কোনো মূল্যে উদ্ধার করতে রাতে কারারক্ষীদের নিয়ে এক বৈঠক হয়। তখন কারাগারের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বুধবার ব্যারাকের পাশের পুকুরের ভেতর তল্লাশি করে রাইফেলটি পাওয়া যায়। তবে রাইফেলটি কীভাবে ওই পুকুরে গেল তা জানতেও তদন্ত কমিটি কাজ করবে।

রাইফেল উদ্ধার ও কারারক্ষী আটকের ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল জানান, গত রোববার জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম কাশিমপুর কারাগার পরিদর্শনে যান। এসময় তিনি কারাগারের পার্ট-১ পরিদর্শন করে চলে আসেন। তবে হাইসিকিউরিটি সেলের ২১ জন কারারক্ষী তাকে গার্ড অব অনারের জন্য প্রস্তুত নেয়। তিনি সেখানে না যাওয়ায় কারারক্ষীদের একজন ওই রাইফেলটি পুকুরে ফেলে দেয়। পরে অস্ত্র উদ্ধারের খবরে বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আযাদ খানকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের একটি টিম ও ওই ২১ জন কারারক্ষীর মোবাইল কললিস্ট যাচাই করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উত্তর সন্তোষজনক না হওয়ায় রাইফেল খোয়া যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী আরিফ হোসেনকে আটক করা হয়।

উল্লেখ্য, রোববার বিকালে অস্ত্র গণনার সময় খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনায় রাতেই কারা পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কারাগার অস্ত্রাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম হাওলাদারসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।