ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোর ৪টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্রেইট ইউনিট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্রেইট ইউনিট (আমদানি কার্গো) থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি।
তিনি আরো জানান, এসকিউ৪৪৬ সিঙ্গাপুর এয়ার লাইন্সের ওই ফ্লাইটে গার্মেন্ট এক্সেসরিজের আড়ালে এ স্বর্ণ আনা হয়েছিল।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ২১ কোটি টাকা বলে জানা গেছে। এ চোরাচালানির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান