২০০৯ সালে ফেসবুকের ইউজার হিসেবে সাইন আপ করার সময় ঘূণাক্ষরেও ভাবেননি একদিন এখানেই চাকরি করার প্রস্তাব পাবেন। আগামী অক্টোবর মাসে আমেরিকায় মার্ক জুকারবার্গের সংস্থায় যোগ দিতে চলেছেন আইআইটি বম্বের ছাত্রী আস্থা আগরওয়াল (২০)। বেতন, বছরে ২.১ কোটি রুপি।
আন্তর্জাতিক জুনিয়ার বিজ্ঞান অলিম্পিয়াডে যোগ দিতে আজারবাইজান সফরে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল ভারতের রাজস্থানের আস্থার। বিদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেই ফেসবুকে নাম লেখান তিনি। মজার কথা, চলতি বছর মে মাসে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে সামার ইন্টার্ন হিসেবে যোগ দেন তিনি। আর জুলাইয়ের শেষে সেখানেই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পদে কাজের প্রস্তাব পান। উল্লেখ্য, ভারত থেকে যে কয়েকজন ছাত্র-ছাত্রী এ বছর ফেসবুক থেকে ডাক পেয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বেতন পাচ্ছেন আস্থা।
ভারতের জয়পুরের সহকার মার্গের উপর গভর্নমেন্ট কলোনির ছিমছাম বাড়িতে বোন পবিত্র এবং বাবা-মায়ের সঙ্গে বাস করেন আস্থা। বাবা অশোক আগরওয়াল রাজস্থান বিদ্যুত্ প্রসারণ নিগম লিমিটেডের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন আস্থা। বোন পবিত্র দিল্লি আইআইটি-র কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তাকে অনুসরণ করেই বম্বে আইআইটি-তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়া। ২০১১ সালের আইআইটি-জেইই পরীক্ষায় সারা ভারতে ৯০তম স্থান দখল করেন তিনি। জানা গিয়েছে, ২০১৫ সালে অষ্টম সেমিস্টার শেষ করে নতুন চাকরিতে যোগ দিতে মার্কিন মুলুকে উড়ে যাবেন আস্থা।
চাকুরি জীবনের গোড়াতেই বিশাল অঙ্কের বেতন পেতে চলেছেন। তবে তার চেয়েও ফেসবুকের পরিকাঠামো নিয়ে বেশি উচ্ছসিত জয়পুরের মেয়ে। তার সাফ ব্যাখ্যা, কম সংখ্যক কর্মীর মাঝে কাজ দেখানোর সুযোগ অপেক্ষাকৃত বেশি। সেই কারণেই গুগল-এর অফার ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন বাবা অশোক আগরওয়াল।
শীতের ছুটিতে আপাতত বাড়ি ফিরেছেন আস্থা। তবে হাইপ্রোফাইল চাকরির কথা রাষ্ট্র হওয়ার পর থেকে দিন-রাত ফোন বেজেই চলেছে আগরওয়ালদের বাড়িতে। রোজই আসছে একাধিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা।
ক্যালিফোর্নিয়ায় থিতু হওয়ার জন্য ছটফট করছেন মেধাবী তরুণী নিজেও। দিন গুনছেন, কবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মুখোমুখি হতে পারবেন। বিস্ফারিত চোখে তাই জানালেন, ‘ভাবতে পারেন, কয়েক লক্ষ কোটি ডলারের মালিক জুকারবার্গ প্রতিদিন একই টি-শার্ট পরে অফিসে আসেন? আসলে পোশাক বাছাই করার সময়টুকু বাঁচান এভাবে। এত কিছু শেখার আছে ওনার থেকে…!’- ওয়েবসাইট।