টরন্টো: ঘুমন্ত এক ছাত্রীর কানের পাশে ফাটল স্যামসং গ্যালাক্সি এস। রাতে ঘুমোনোর সময় মাথার পাশে ফোনটি নিয়ে ঘুমোনোর অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এবার থেকে সাবধান। সোমবার ইন্ডিয়া টুডে সিবিসি-কে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে। স্যামংয়ের গ্যালাক্সি ফোন ফাটার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইউজারদের মধ্যে।
ঘটনাটি ঘটেছে মাসখানেক আগে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোপ ক্যাসারলি বলেছেন, তখন রাত দেড়টা বাজে। কানের পাশে প্রচন্ড এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। লাফিয়ে উঠে দেখি, আমার ফোনের ব্যাটারিটা জ্বলছে। আমি বুঝতে পারি যে আমার ফোনে আগুন লেগে গিয়েছে।
ছাত্রীটি এও জানিয়েছেন, রাতে মোটেও ফোনটি চার্জে বসিয়ে ঘুমোননি তিনি। ফোনের স্ক্রিনটি সিলিংয়ের দিকে রেখছিলেন। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই স্যামসংয়ের সঙ্গে যোগাযোগ করেন ওই ছাত্রী। কী কারণে এমনটা ঘটল জানতে স্যামসং কর্তৃপক্ষ ফোনটি কোরিয়ায় পাঠিয়েছে বলে খবর। সিবিসি নিউজ স্যামসংকে উদ্ধৃত করে জানিয়েছে, অবিলম্বে সংস্থার তরফে ওই ছাত্রীকে নয়া ফোন দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার দাবি, ওই ছাত্রী ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করছিলেন, সেটি আসল নয়। গ্রাহকদের আসল ব্যাটারি ব্যবহারের আর্জি জানানো হয়েছে স্যামসংয়ের তরফে।– ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান