ঢাকা : টিআইবি বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করে থাকলে তা অনুসন্ধান করতে দুদককে পরামর্শ দিয়েছেন টিআইবির চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল।
টিআইবি বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করছে দুদক চেয়ারম্যানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে দেয়া প্রতিক্রিয়ায় তিনি দুদককে এ পরামর্শ দেন।
সুলতানা কামাল বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। অনুসন্ধান করতেতো তাদের কোন বাধা নেই। টিআইবি যদি কারো এজেন্ডা বাস্তবায়ন করে থাকে, তাহলে দুদক এটা অনুসন্ধান করে প্রকাশ করুক।
উল্লেখ্য যে, মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পু টিআইবির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কারো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে টিআইবি।