ঢাকা : লিজেন্ডস অব রূপগঞ্জের সভাপতি লুৎফর রহমান বাদলকে প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানান সিসিডিএম’র চেয়ারম্যান আ জ ম নাসির উদ্দিন।
সম্প্রতি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালকদের নিয়ে মন্তব্য করেছিল তারই শাস্তিস্বরূপ হিসেবে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আরো কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সিসিডিএম শৃঙ্খলা কমিটি।
তবে বাদল অভিযোগ করেন, অনভিজ্ঞ আম্পায়ারদের তাদের খেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সপ্তাহে লিজেন্ডস অব রূপগঞ্জ প্রাইম ব্যাংকের কাছে ৯৫ রানে হারার পর আম্পায়ারদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবেই অভিযোগ জানিয়েছিল দলটি।
বিসিবি এবং সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার দায়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক বাদলের বিরুদ্ধে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিক্ষোভ করে আবাহনী লিমিটেডের সমর্থকরা।
বিক্ষোভকারীদের অনেকেই লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক বাদলের বিচারের দাবিও করেছিল।