ফেনী : দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কোন্দল নিয়ে ফেনী ২ আসনের এমপি নিজাম হাজারী ও ৩ আসনের এমপি হাজী রহিম উল্ল্যাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষে ১০জন। হামলা করা হয়েছে এক এমপির গাড়িবহরে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। এতে পুলিশ ৫ জনকে আটক করেছে।
মঙ্গলবার বিকেল ৫টার সময় এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছে। মঙ্গলবার বিকেল ৫টার সময় ফেনী ৩ আসনের সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যাহ গাড়িযোগে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে সোনাগাজী বাজার পৌঁছালে এমপি নিজাম হাজারীর সমর্থিত যুবলীগের নেতাকর্মীরা হাজী রহিম উল্যাহর গাড়ি বহরের উপর হামলা চালায়। এসময় তারা আরো ৪ থেকে ৫টি গাড়ি ভাঙচুর করে। হাজী রহিম উল্যাহ নিজের নিরাপত্তার জন্যে থানাতে আশ্রয় নেন। দুই ঘণ্টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে সোনাগাজী পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে সিপন, জসিম, মোমিন, শরিপসহ ১০/১২ জনকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতর্কিতভাবে এমপির গাড়িবহরে এ হামলা চালানো হয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান