ঢাকা : গ্রামীণ ক্যালেডনিয়ান কলেজ (জিসিসিএন) থেকে ৪৫ জন সেবিকা নার্সিং এর উপর স্নাতক ডিগ্রি অর্জন করছে।
সোমবার ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ ডিগ্রি প্রদান করা হয়।
জিসিএনএন এর পার্টনার এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস এতে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিসিএন এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রফেসর বারবারা পারফিট ও বর্তমান অধ্যক্ষ ফ্র্যাংক ক্রসন্যান।
পুরস্কারপ্রাপ্ত এ কলেজ থেকে প্রায় ১২৭ জন জন স্নাতক ডিগ্রি অর্জন করে যার ৪৯ জনই বাংলাদেশি।
সামাজিক ব্যবসার অংশ হিসেবে ২০১০ সালে জিসিসিএন প্রতিষ্ঠিত ক্যালোডিয়ান কলেজ বাংলাদেশের নার্সিং এ উল্লেখযোগ্য অগ্রগতির সাধন করেছে।
বর্তমানে কলেজে ১৪৭ জন নারী শিক্ষার্থী অধ্যয়নরত আছেন যারা সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সদস্য।
কলেজের বর্তমান অধ্যক্ষ ফ্র্যাংক ক্রসন্যান এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বারাবারা পারফিট যুক্তরাজ্যের গ্লাসগো ক্যারোডিয়ান ইউনিভার্সিটি থেকে ঢাকায় আসেন।
ড. ইউনূছ মনে করেন, সামাজিক ব্যবসা ও দাতব্য চেষ্টার মাধ্যমে যেকোন সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু দাতব্য কাজে সবসময় পর্যাপ্ত অর্থ পাওয়া যায় না। জিসিএনএন এর প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষদের জীবনযাত্রার পরিবর্তন সামাজিক ব্যবসার সাফল্যকেই তুলে ধরে।
বিশ্বের অনেক দেশই এখন জিসিএনএন এর সামাজিক ব্যবসার মডেল অনুসরণের প্রস্তুতি নিচ্ছে।
স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সমাজে অবদানের স্বীকৃতিস্বরুপ এ বছর জুলাইয়ে কমিউনিটি রিসপনসিবল বিজনেস এওয়ার্ড অনুষ্ঠানে জিসিএনএন ইউনিলিভার ইন্টারন্যাশনাল এওয়ার্ড অর্জন করে।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে তরুণ নারীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেয় গ্রামীণ কলেডোনিয়ান কলেজ অব নার্সিং।
নার্সিং এর উপর চারজন গ্রাজুয়েট ইতোমধ্যেই গ্লাসগো কলেডোনিয়ান ইউনিভার্সিটিতে বৃত্তিবছর শেষ করেছে যেখানে তারা অত্যন্ত সফলতার সঙ্গেই নার্সিং এর উপর বিএসসি ডিগ্রি শেষ করেছেন।
এবছর জিসিএনএন ধাত্রীবিদ্যার উপরেও বিএসসি ডিগ্রি চালু করবে যেখানে প্রতিবছর ১৫০ জন শিক্ষার্থী তাদের স্নাতক শেষ করতে পারবেন। যা ২০১৬ সালের মধ্যে ৫০০ জন ধাত্রীবিদ্যার উপর স্নাতক ডিগ্রিধারী তৈরি করবে।
এর মাধ্যমে কলেজটি ভবিষ্যতে এমএসসি ডিগ্রি চালু করা এবং ২০১৬ সালের মধ্যে চট্টগ্রামে আরেকটি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনায় একধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবার এবং অন্যান্য অতিথিবৃন্দসহ ২৫০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান