রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের গোদাগাড়ীর আঁচুয়া কসাইপাড়া এলাকায় থেকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাদের আটক করে।
ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করছিলো ওই দুই যুবক।
এরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে আহসান হাবিব (২২) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারের নাসির উদ্দীনের ছেলে হাসান আলী (২৫)।
এদের মধ্যে আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, আটককৃতদের মধ্যে হাবিব রাবি শিবিরের কর্মী। সেখানে বিভিন্ন সময় ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকা-ে নিজের সম্পৃক্ত থাকার কথা প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেছেন হাবিব। এছাড়া হাসান তার সহযোগী। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
বুধবার ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি।