বাংলার খবর২৪.কম: সরকারবিরোধী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে আন্দোলনে মাঠে দেখা যায়নি তাদের। দলীয় কর্মসূচি, এমনকি মাঠের কর্মী-সমর্থকদের দুঃখ-দুর্দশায় ছিলেন না তারা। অনেকেই এলাকা ছেড়ে ঢাকায় এসে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন। আবার ঢাকায় অবস্থান নেওয়া অনেক নেতাই ছিলেন লাপাত্তা। ফলে ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’-তে অংশ নিতে রাজধানীতে এসেও বিপদে পড়েন তৃণমূলের অনেক নেতা-কর্মী। ক্ষুব্ধ এই নেতা-কর্মীরা নিষ্ক্রিয় নির্বাহী কমিটিতে তাই দ্রুত শুদ্ধি অভিযান চান। অবশ্য দলের নীতিনির্ধারক পর্যায় থেকে একাধিকবার নিষ্ক্রিয় নেতাদের তালিকা তৈরির কথা থাকলেও রহস্যজনক কারণে তা এখনো হয়নি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ৩৮৬ জন। এর মধ্যে সম্পাদক ১২১ ও সদস্য ২৬৫ জন। উপদেষ্টা রয়েছেন ৩৮ জন। তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, দলে দ্রুত শুদ্ধি অভিযান চালানো উচিত। নিষ্ক্রিয়দের তালিকা করে বাদ দিতে হবে। দলের দুঃসময়ে ত্যাগী ও দক্ষদের নির্বাহী কমিটিতে জায়গা দেওয়া জরুরি। নইলে আবারও সরকারবিরোধী আন্দোলন হোঁচট খাবে। দলও চরম ক্ষতিগ্রস্ত হবে। অভিযোগ রয়েছে, ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি বাস্তবায়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিভিন্ন মাধ্যমে খুঁজে পাননি অনেক নেতাকে। পরে তিনি একাধিকবার দলীয় অনুষ্ঠানে বলেছেন বিএনপি পুনর্গঠন করবেন। দলে পরিবর্তন আনবেন। কিন্তু এখনো সেই অর্থে পরিবর্তন হয়নি। কাউন্সিল করার চিন্তাও এখন বিএনপির নেই। যদিও বেশির ভাগ সহযোগী সংগঠন মেয়াদোত্তীর্ণ হওয়ার পাশাপাশি নিষ্ক্রিয়। দলের এ অবস্থায় আন্দোলনে যাওয়া খুবই কঠিন হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে, নির্বাহী কমিটির অনেক সদস্যের কর্মকাণ্ডে মাঠের নেতা-কর্মী-সমর্থকদের বিস্তর অভিযোগ। আন্দোলন কর্মসূচির সময় মোবাইল ফোনও বন্ধ করে রেখেছিলেন তারা। বিষয়টি অবগত দলের নীতিনির্ধারকরাও। তবে আন্দোলনে খুঁজে পাওয়া না গেলেও পদ ধরে রাখতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন নির্বাহী কমিটির এই সদস্যরা। কেন্দ্রেও বিভিন্ন বিষয় নিয়ে তদবিরে ব্যস্ত তারা। অনেকে আবার সিনিয়র নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন পদোন্নতির প্রত্যাশায়। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির কেউ দলে টাকা দিয়ে কেউ বা বুদ্ধি দিয়ে সক্রিয় হচ্ছেন। আবার সবাই যে আন্দোলনের মাঠে ছিলেন তা-ও বলা যাবে না। আর নির্বাহী কমিটির কাউকে বাদ কিংবা কাউকে অন্তর্ভুক্তি করতে হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল করতে হয়। আগামীতে যখন কাউন্সিল হবে তখন এসব নেতার বিষয়টি দেখা হবে।’ তবে কাউন্সিল কবে হবে তা স্পষ্ট করে তিনি বলতে পারেননি। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ১৯ জন। মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে। স্থায়ী কমিটির সিনিয়র আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও অর্থ পাচার মামলায় কারান্তরীণ। বাইরে থাকা সদস্যদের মধ্যে সক্রিয় ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। বাকিরা শুধু বৈঠকেই আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ। অনেকে অবশ্য বয়সের ভারে ন্যুব্জ। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনভর ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মকাণ্ডে। দিনে নয়াপল্টন, রাতে গুলশান অফিস ছাড়াও দলের প্রয়োজনে সারাক্ষণই এখানে-সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দলের ৩৮ সদস্যের উপদেষ্টা পরিষদের বড় একটি অংশ একেবারেই নিষ্ক্রিয়। তাদের উল্লেখ করার মতো কোনো কার্যক্রম নেই। কাগজ-কলমে উপদেষ্টা হলেও অধিকাংশই আঞ্চলিক রাজনীতিতে জড়িত।
এর মধ্যে হারুনুর রশিদ খান মুন্নু, উকিল আবদুস সাত্তার, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ফজলুর রহমান পটল, এ এস এম আবদুল হালিম, মোশাররফ হোসেন, মুশফিকুর রহমান, খন্দকার শহিদুল আলম, জহুরুল ইসলাম, ব্যারিস্টার হায়দার আলী, মনজুরুল আলম, ক্যাপ্টেন সুজাউদ্দিনসহ বেশ কয়েকজনকে আন্দোলনে কিংবা দলের কেন্দ্রীয় কোনো কর্মকাণ্ডে খুব একটা দেখা যায় না। অন্যদিকে, ১৭ জন ভাইস চেয়ারম্যানের মধ্যেও অনেকে নিষ্ক্রিয়। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিদেশে চিকিৎসাধীন। আবদুস সালাম পিন্টু কারাগারে। দল ছেড়ে গেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। বয়সের ভারে ও অসুস্থতার কারণে রাজনীতিতে অনুপস্থিত টি এইচ খান। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম মোরশেদ খান, রাবেয়া চৌধুরী, হাফিজউদ্দিন আহমদকে দলীয় কর্মকাণ্ডে মাঝেমধ্যে দেখা যায়। বাকিরা অবশ্য মাঠে সক্রিয়। সাত যুগ্ম-মহাসচিব দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আন্দোলনের মাঠে পুরোপুরি সক্রিয়। সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও বেশ তৎপর। তবে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকদের তেমন কোনো সফলতা নেই বলে অভিযোগ নেতা-কর্মীদের। এ পদে রয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, লুৎফর রহমান খান আজাদ, আ ন ম এহছানুল হক মিলন, জাকারিয়া তাহের সুমন ও নাজিম উদ্দিন আলম। তারা দলীয় রাজনীতিতে সক্রিয় হলেও কূটনৈতিক পরিমণ্ডলে দৃশ্যমান কোনো কাজে দেখা যায় না। চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, তাদের সঙ্গেও এসব সম্পাদকের কোনো সংশ্লিষ্টতা নেই। নেতা-কর্মীরা মনে করেন, বেগম জিয়ার সঙ্গে কূটনৈতিক বৈঠকে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকরা অংশ নিলে দলকে বহির্বিশ্বে আরও ইতিবাচকভাবে তুলে ধরা সম্ভব হতো।
দলের বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান, কর্নেল (অব.) শাহজাহান মিলন, মেজর (অব.) ডা. মুহাম্মদ রেজাউল হক, শামসুল আলম প্রামাণিক, রোজী কবির, এস এ কে একরামুজ্জামান, সাহাবুদ্দিন আহমেদ, শফি বিক্রমপুরী, মহিবুল আলম স্বপন, রায়হান আমিন রনি, সাইফুল ইসলাম শিশির, ব্যারিস্টার নওশাদ জমির, লুৎফর রহমান মিন্টু, আলমগীর সরকার, মোজাম্মেল হক (নাটোর), আখতার হামিদ সিদ্দিকী, কাজী রফিকুল ইসলাম, এম আকবর আলী, মেজর (অব.) মঞ্জুর কাদের, এ ওয়াই এম কামাল, এন আই খান, খুরশীদ আলী মোল্লা, তমিজ উদ্দিন, সৈয়দ জাহাঙ্গীর আলম, ফয়সাল মাহমুদ ফয়েজী, আনোয়ার হোসাইন, ডা. মিজানুর রহমান, কাজী মনিরুল হুদা, শাহানা রহমান রানী, আবুবকর সিদ্দিক, কাজী সলিমুল হক, আলী আজগার লবী, রফিকুল ইসলাম দুলাল, মোজাম্মেল হক (চুয়াডাঙ্গা), এস সরফুদ্দিন আহমেদ সান্টু, এস এম ফয়সাল, মতিয়ার রহমান তালুকদারকে আন্দোলন কিংবা দলীয় কর্মকাণ্ডে খুব একটা দেখা যায় না বলে তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ।
বরিশাল বিভাগীয় একজন নির্বাহী কমিটির সদস্য জানান, অনেক সদস্য যে শুধু আন্দোলনে নিষ্ক্রিয় ছিলেন তাই নয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। এদের বাদ দেওয়া না হলে আন্দোলনে কোনো সফলতা আসবে না। রাজশাহী বিভাগের আরেক সদস্য বলেন, ‘আমরা মনে করেছিলাম, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দলে শুদ্ধি অভিযান শুরু হবে। বিএনপি চেয়ারপারসনের মনোভাবও এমনটিই ছিল। কিন্তু কারা যে এ বিষয়ে তাকে বাধা দিচ্ছেন তা বোধগম্য নয়
শিরোনাম :
নির্বাহী কমিটিতে শুদ্ধি অভিযান চায় তৃণমূল বিএনপি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০১৪
- ১৭০৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ