নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ হাজার টাকা মূল্যের সরকারি ওষধ চুরি হয়েছে। ওষধ চুরি করে নিয়ে যাওয়ার সময় আয়া হাসিনা বেগমকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, আয়া হাসিনা বেগম রাতের ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় দু’টি কাপড়ের ব্যাগে করে ২ কার্টন সেফ্রাডিন ইনজেকশন, ২৫ প্যাকেট ওসারটিল ট্যাবলেট, ২ কার্টন জেসোক্যাল ট্যাবলেট ও দুইশ’ পিস সিরিঞ্জসহ আরো অন্যান্য ঔষধপত্র হাসপাতাল থেকে বাহিরে নিয়ে যাচ্ছিল।
এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দিদার রসূল জানান, এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার শামীমুজ্জামান শামীমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কিশোরগঞ্জ থানা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই আয়াকে আটকসহ ওষুধ উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাদের জিম্মায় নিয়ে গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান