ঢাকা: বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন করতে হলে আগে সীমানাসংক্রান্ত যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে। জটিলতা নিরসন না করে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ।
মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি এ কথা জানান। এ সময় ইসি সচিব সিরাজুল ইসলাম ও যুগ্ম-সচিব জেসমিন টুলীও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, মন্ত্রিসভায় ডিসিসি নির্বাচন করার ব্যাপারে প্রধানমন্ত্রীর দেয়া তাগাদার খবর পত্রিকার মাধ্যমে জেনেছি। কিন্তু এখনো পর্যন্ত সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি পাইনি। আমাদের তাগাদা তো তারা এতদিন শুনেননি। এখন যদি উপরের চাপে দ্রুত সীমানার ব্যাপারে সমাধান হয়।
তিনি বলেন, ওনারা যদি অল্প সময়ের মধ্যে সীমানা নির্ধারণ করে আমাদের চিঠি দেন তাহলে আমরা সে মোতাবেক ভোটার তালিকা ঠিক করবো। তবে সব কিছুই নির্ভর করছে স্থানীয় সরকার বিভাগের ওপর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নতুন ভোটার তালিকা চূড়ান্ত হবে। তার আগে আগামী ২ জানুয়ারিতে খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৫ দিনের মধ্যে আপত্তি শোনা হবে। তারপরই চূড়ান্ত। তবে তফসিল ঘোষণার আগে নতুন ভোটার তালিকা চূড়ান্ত না হলে পুরনো ভোটার তালিকায় আইন অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান