পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

বিশ্বজিৎ হত্যার দুই বছর সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে থাকলেও খুঁজে পাচ্ছে না পুলিশ

ঢাকা : ২০১২ সালের ৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল নেতাকর্মী হায়েনার মতো আক্রমণ করে নৃশংসভাবে খুন করে নিরাপরাধ বিশ্বজিৎ দাসকে। হত্যা মামলার রায়ের পর একবছর পার হলেও সাজাপ্রাপ্ত ছাত্রলীগ কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরেই থাকছে ধরাছোঁয়ার বাইরে! সাজাপ্রাপ্ত ২১ আসামির মধ্যে আটজন গ্রেফতার হলেও বাকি ১৩ আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে কেউ কেউ পালিয়েছে দেশের বাইরে।

পলাতক আসামিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ করেছে বিশ্বজিতের পরিবার ও আইনজীবী।

তাদের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ১৩ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। মাঝেমধ্যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও দেখা যায়।

বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, ‘হত্যার রায় ঘোষণার প্রায় এক বছর পার হলেও সাজাপ্রাপ্ত পলাতক ১৩ আসামিকে পুলিশ ইচ্ছে করেই গ্রেফতার করছে না। আসামিরা সরকারি দলের হওয়ায় তাদের অনেকটা এড়িয়ে চলা হচ্ছে।’

অনুসন্ধানে দেখা গেছে, ১৩ আসামির মধ্যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর তমাল, ওবায়দুল কাদের, আজিজুর রহমান, মীর নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

অপরদিকে রাজন তালুকদার এখন কলকাতায় অবস্থান করছেন। তাকে ফেসবুকে সরব দেখা যায়। ইমরান, পাভেল ও আলাউদ্দিনসহ কয়েকজন দয়াগঞ্জ এলাকায় বসবাস করছেন। তারপরও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। অভিযোগ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছত্রছায়ায় পুলিশ ম্যানেজ করে তারা ঘুরে বেড়াচ্ছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম।

এদিকে আসামি গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, আসামিদের বাড়িতে মাঝে মধ্যে অভিযান চালানো হয়। কেউ সংবাদ দিলেও সেখানে অভিযান পরিচালনা করা হয়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ২১ আসামির মধ্যে ১৩ আসামি পলাতক। পলাতক ১৩ জনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও বাকি ১১ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। পলাতক ফাঁসির দুই আসামি হলেন রাজন তালুকদার ও নুরে আলম লিমন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি হলেন; খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

অপরদিকে কারাগারে রয়েছেন আটজন। এদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন; রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, কাইয়ুম মিয়া টিপু ও সাইফুল ইসলাম। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন গোলাম মোস্তফা ও কিবরিয়া।

গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন। রায় কার্যকর নিয়ে হতাশা প্রকাশ করেছে বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার।

তিনি বলেন, ‘সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে খালাস চেয়ে আবেদন করেছে। তারা খালাস পেতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এদিকে আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালে মামলার রায়ের পর আসামিপক্ষ নির্ধারিত সময়ের ৬০ দিন পার করে উচ্চ আদালতে আপিল করেছেন। আপিলের পর মামলাটি শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। কবে নাগাদ শুনানি হবে তা জানা যায়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আসামিদের আইনজীবী এডভোকেট কামরুল হাসান।

তিনি জানান, যথাযথ নিয়ম অনুসরণ করেই নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিলের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি মিছিল থেকে ধাওয়া করে হত্যা করা হয় বিশ্বজিৎকে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে জামায়াত-শিবির বলে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে বিশ্বজিৎ একটি মার্কেটের দ্বিতীয় তলায় আশ্রয় নিলেও সেখানে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ।

এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। ঘটনার দিন অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন এসআই জালাল আহমেদ। এরপর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে। তিন মাসের মধ্যেই ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

বিশ্বজিৎ হত্যার দুই বছর সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে থাকলেও খুঁজে পাচ্ছে না পুলিশ

আপডেট টাইম : ০৪:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪

ঢাকা : ২০১২ সালের ৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল নেতাকর্মী হায়েনার মতো আক্রমণ করে নৃশংসভাবে খুন করে নিরাপরাধ বিশ্বজিৎ দাসকে। হত্যা মামলার রায়ের পর একবছর পার হলেও সাজাপ্রাপ্ত ছাত্রলীগ কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরেই থাকছে ধরাছোঁয়ার বাইরে! সাজাপ্রাপ্ত ২১ আসামির মধ্যে আটজন গ্রেফতার হলেও বাকি ১৩ আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে কেউ কেউ পালিয়েছে দেশের বাইরে।

পলাতক আসামিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ করেছে বিশ্বজিতের পরিবার ও আইনজীবী।

তাদের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ১৩ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। মাঝেমধ্যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও দেখা যায়।

বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, ‘হত্যার রায় ঘোষণার প্রায় এক বছর পার হলেও সাজাপ্রাপ্ত পলাতক ১৩ আসামিকে পুলিশ ইচ্ছে করেই গ্রেফতার করছে না। আসামিরা সরকারি দলের হওয়ায় তাদের অনেকটা এড়িয়ে চলা হচ্ছে।’

অনুসন্ধানে দেখা গেছে, ১৩ আসামির মধ্যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর তমাল, ওবায়দুল কাদের, আজিজুর রহমান, মীর নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

অপরদিকে রাজন তালুকদার এখন কলকাতায় অবস্থান করছেন। তাকে ফেসবুকে সরব দেখা যায়। ইমরান, পাভেল ও আলাউদ্দিনসহ কয়েকজন দয়াগঞ্জ এলাকায় বসবাস করছেন। তারপরও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। অভিযোগ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছত্রছায়ায় পুলিশ ম্যানেজ করে তারা ঘুরে বেড়াচ্ছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম।

এদিকে আসামি গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, আসামিদের বাড়িতে মাঝে মধ্যে অভিযান চালানো হয়। কেউ সংবাদ দিলেও সেখানে অভিযান পরিচালনা করা হয়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ২১ আসামির মধ্যে ১৩ আসামি পলাতক। পলাতক ১৩ জনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও বাকি ১১ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। পলাতক ফাঁসির দুই আসামি হলেন রাজন তালুকদার ও নুরে আলম লিমন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি হলেন; খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

অপরদিকে কারাগারে রয়েছেন আটজন। এদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন; রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, কাইয়ুম মিয়া টিপু ও সাইফুল ইসলাম। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন গোলাম মোস্তফা ও কিবরিয়া।

গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন। রায় কার্যকর নিয়ে হতাশা প্রকাশ করেছে বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার।

তিনি বলেন, ‘সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে খালাস চেয়ে আবেদন করেছে। তারা খালাস পেতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এদিকে আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালে মামলার রায়ের পর আসামিপক্ষ নির্ধারিত সময়ের ৬০ দিন পার করে উচ্চ আদালতে আপিল করেছেন। আপিলের পর মামলাটি শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। কবে নাগাদ শুনানি হবে তা জানা যায়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আসামিদের আইনজীবী এডভোকেট কামরুল হাসান।

তিনি জানান, যথাযথ নিয়ম অনুসরণ করেই নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিলের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি মিছিল থেকে ধাওয়া করে হত্যা করা হয় বিশ্বজিৎকে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে জামায়াত-শিবির বলে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে বিশ্বজিৎ একটি মার্কেটের দ্বিতীয় তলায় আশ্রয় নিলেও সেখানে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ।

এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। ঘটনার দিন অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন এসআই জালাল আহমেদ। এরপর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে। তিন মাসের মধ্যেই ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম।