মানিকগঞ্জ : ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রাত সাড়ে ১২ টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে, ছোট বড় চারটি ফেরি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাউদ্দিন জানান, ঘনকুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় রাত সাড়ে ১২ টা থেকে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসময় তীড়ে ভীড়তে না পেরে এনায়েতপুরি, ভাষা শহীদ বরকত, শাহ মখদুম এবং কাবেরী নামে চারটি ফেরি আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাশে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রী বিশেষ করে নারী-শিশুরা তীব্র শীত ও কুয়াশায় পোহাচ্ছেন চরম দুর্ভোগ।
কর্তৃপক্ষ জানিয়েছেন, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে ঘনকুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কেরও যান চলাচল ব্যহত হচ্ছে। যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান