অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

এমএলএম প্রতারণা ঠেকাতে স্থায়ী কমিশনের সুপারিশ

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা একটি কমিটি লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম নামের প্রতারণা ঠেকাতে একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে যুবক, ডেসটিনিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কয়েক হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ রয়েছে।

কমিটির রিপোর্টে আরো বলা হয়েছে, স্থায়ী কমিশন হলে তারাই গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে করণীয় ঠিক করবে।

সরকারি চাকরি করেন চট্টগ্রামের মোশতাক আহমেদ। তৃতীয় শ্রেণীর এই কর্মচারী বেশি মুনাফার আশায় ২০০৬ সাল থেকে যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবকে টাকা জমাতে শুরু করেন। বিদেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে অন্তত ১৫ লাখ টাকা নিয়ে যুবকে দেন। কিন্তু ফেরত পাননি তার কিছুই।

তিনি বলেন, “২০০৬ সাল থেকে অনেক টাকা বিনিয়োগ করছি যুবকে। পনের লাখ টাকা দিয়েছি। আমি এ টাকা গুলো ফেরত পাবো , কোম্পানি ফেরত দিবে এমন ভরসা তো পাচ্ছি না।”

মোশতাকের মতো প্রায় তিন লাখ গ্রাহক তাদের জমা দেয়া অর্থ আর ফেরত আসবে কি-না তা নিয়ে এখন রয়েছেন গভীর অনিশ্চয়তায়।

যুবকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম করে দুটি কমিশন করা হলেও গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি।

সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নানের নেতৃত্বাধীন কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করলো। মান্নান জানিয়েছেন, তিনি একটি স্থায়ী কমিশনের সুপারিশ করেছেন।

তিনি বলেন, “এটা আমরা চাচ্ছি প্রতিকারের জন্য, শুধু যুবক নয়, ভবিষ্যতেও কেউ যাতে প্রতারণা না করতে পারে সেজন্য একটি স্থায়ী কমিশনের সুপারিশ করেছি”।

যুবকের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এ ক্ষুদ্র পরিসর থেকে এমনটা করতে চাই না। আমরা তো কমিশনের কথা বলেছি”।

শুধু যুবক নয়। মাল্টি লেভেল মার্কেটিং এর নামে আলোচনায় আসা ডেসটিনির বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর সংস্থাটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

ডেসটিনির সঙ্গে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ছিল প্রায় ৪০ লাখ গ্রাহক। ইউনি পে টু নামক আরেকটি প্রতিষ্ঠান ১০ মাসে আমানত দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রায় ৫০ হাজার মানুষের কাছ থেকে সংগ্রহ করেছিলো বিপুল অর্থ।

সম্প্রতি যশোর ও মানিকগঞ্জের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার পর ব্যবস্থা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সংখ্যা কত বা কত মানুষ এসবের সঙ্গে জড়িত তার সমন্বিত হিসেব পাওয়া কঠিন।

সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, যিনি দুবছর মেয়াদী যুবক কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি বলেন অধিক মুনাফা পেতে বা অনেকটা লোভে পড়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসব প্রতিষ্ঠানে অর্থ দিয়েছে।

কিন্তু এসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত সম্পদ না থাকায় গ্রাহকদের টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে।

তিনি বলেন, “তাদের যেসব সম্পত্তি আছে এগুলো সব বেদখল। ক্লিন কিছু তাদের নেই। ব্যবস্থাপনায় কোন দক্ষতা ছিল না। যে রিসোর্স আছে তাতে গ্রাহকদের সব টাকা ফেরত দেয়া সম্ভব হবে বলে মনে হয় না।”

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণে আইন পাসের পর এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

অন্যদিকে লোভ দেখিয়ে আমানত সংগ্রহ বা অবৈধ ব্যাংকিংয়ের বিরুদ্ধেও কঠোরতা অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। সতর্ক রয়েছে নিবন্ধন দিতে পারে এমন অধিদফতরগুলোকেও।

মন্ত্রণালয় গঠিত কমিটির প্রধান মিস্টার মান্নান বলেছেন স্থায়ী কমিশন কাজ শুরু করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

এমএলএম প্রতারণা ঠেকাতে স্থায়ী কমিশনের সুপারিশ

আপডেট টাইম : ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা একটি কমিটি লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম নামের প্রতারণা ঠেকাতে একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে যুবক, ডেসটিনিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কয়েক হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ রয়েছে।

কমিটির রিপোর্টে আরো বলা হয়েছে, স্থায়ী কমিশন হলে তারাই গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে করণীয় ঠিক করবে।

সরকারি চাকরি করেন চট্টগ্রামের মোশতাক আহমেদ। তৃতীয় শ্রেণীর এই কর্মচারী বেশি মুনাফার আশায় ২০০৬ সাল থেকে যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবকে টাকা জমাতে শুরু করেন। বিদেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে অন্তত ১৫ লাখ টাকা নিয়ে যুবকে দেন। কিন্তু ফেরত পাননি তার কিছুই।

তিনি বলেন, “২০০৬ সাল থেকে অনেক টাকা বিনিয়োগ করছি যুবকে। পনের লাখ টাকা দিয়েছি। আমি এ টাকা গুলো ফেরত পাবো , কোম্পানি ফেরত দিবে এমন ভরসা তো পাচ্ছি না।”

মোশতাকের মতো প্রায় তিন লাখ গ্রাহক তাদের জমা দেয়া অর্থ আর ফেরত আসবে কি-না তা নিয়ে এখন রয়েছেন গভীর অনিশ্চয়তায়।

যুবকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম করে দুটি কমিশন করা হলেও গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি।

সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নানের নেতৃত্বাধীন কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করলো। মান্নান জানিয়েছেন, তিনি একটি স্থায়ী কমিশনের সুপারিশ করেছেন।

তিনি বলেন, “এটা আমরা চাচ্ছি প্রতিকারের জন্য, শুধু যুবক নয়, ভবিষ্যতেও কেউ যাতে প্রতারণা না করতে পারে সেজন্য একটি স্থায়ী কমিশনের সুপারিশ করেছি”।

যুবকের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এ ক্ষুদ্র পরিসর থেকে এমনটা করতে চাই না। আমরা তো কমিশনের কথা বলেছি”।

শুধু যুবক নয়। মাল্টি লেভেল মার্কেটিং এর নামে আলোচনায় আসা ডেসটিনির বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর সংস্থাটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

ডেসটিনির সঙ্গে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ছিল প্রায় ৪০ লাখ গ্রাহক। ইউনি পে টু নামক আরেকটি প্রতিষ্ঠান ১০ মাসে আমানত দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রায় ৫০ হাজার মানুষের কাছ থেকে সংগ্রহ করেছিলো বিপুল অর্থ।

সম্প্রতি যশোর ও মানিকগঞ্জের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার পর ব্যবস্থা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সংখ্যা কত বা কত মানুষ এসবের সঙ্গে জড়িত তার সমন্বিত হিসেব পাওয়া কঠিন।

সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, যিনি দুবছর মেয়াদী যুবক কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি বলেন অধিক মুনাফা পেতে বা অনেকটা লোভে পড়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসব প্রতিষ্ঠানে অর্থ দিয়েছে।

কিন্তু এসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত সম্পদ না থাকায় গ্রাহকদের টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে।

তিনি বলেন, “তাদের যেসব সম্পত্তি আছে এগুলো সব বেদখল। ক্লিন কিছু তাদের নেই। ব্যবস্থাপনায় কোন দক্ষতা ছিল না। যে রিসোর্স আছে তাতে গ্রাহকদের সব টাকা ফেরত দেয়া সম্ভব হবে বলে মনে হয় না।”

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণে আইন পাসের পর এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

অন্যদিকে লোভ দেখিয়ে আমানত সংগ্রহ বা অবৈধ ব্যাংকিংয়ের বিরুদ্ধেও কঠোরতা অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। সতর্ক রয়েছে নিবন্ধন দিতে পারে এমন অধিদফতরগুলোকেও।

মন্ত্রণালয় গঠিত কমিটির প্রধান মিস্টার মান্নান বলেছেন স্থায়ী কমিশন কাজ শুরু করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। সূত্র: বিবিসি