ঢাকা : আগামী জানুয়ারিতে হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০১৪ এর খসড়া প্রস্তাবটি ফেরত দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
এ প্রসঙ্গে কয়েকজন সিনিয়র মন্ত্রী বলেন, বৈঠকে দুই সিটি করপোরেশনের প্রশাসকের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করার প্রস্তাব পাঠায় স্থানীয় সরকার বিভাগ। বৈঠকে কয়েকজন মন্ত্রী এর বিরোধিতা করেন। তাদের বিরোধিতার মধ্যেই প্রধানমন্ত্রী ডিসিসি নির্বাচনের নির্দেশ দেন।
এছাড়া বৈঠকে হজ প্যাকেজ ২০১৫ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এবারের প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। সর্বোচ্চ ব্যয় হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা।