লন্ডন: জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ১০টি দেশ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিলের সুফল পাচ্ছে না দরিদ্র এ দেশগুলো। এ তহবিলের আওতায় ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত ৮০০ কোটি ডলার বণ্টন করা হলেও এর বেশিরভাগ যাচ্ছে তুলনামূলক ধনী ১০টি দেশে।
ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত রোববার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, নাইজার ও নেপালের মতো গরীব দেশ গত এক দশকে সম্মিলিতভাবে জাতিসংঘের জলবায়ু তহবিল থেকে মাত্র ৪০ কোটি ডলার সহায়তা পেয়েছে। নামিবিয়া ও এল সালভাদরের মতো মধ্য আয়ের দেশ প্রত্যেকে পেয়েছে ৫০ লাখ ডলারের কিছু কম।
গত এক দশকে ১৩৫টি দেশে বণ্টিত এ তহবিলের অর্ধেক পেয়েছে ওই ১০টি দেশ। এরমধ্যে ব্রাজিল, মেক্সিকো ও মরক্কো প্রত্যেকে ৫০ কোটি ডলারের বেশি সহায়তা পেয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন ১০টি দেশ পেয়েছে তহবিলের মাত্র ৭%।
আফ্রিকার সহিংসতা কবলিত দেশ আইভরি কোস্ট সাড়ে তিন লাখ ও দক্ষিণ সুদান পেয়েছে সাত লাখ মার্কিন ডলার। সোমালিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি ও ইরিত্রিয়ার মতো গরিব দেশ সম্মিলিতভাবে পেয়েছে মোট বরাদ্দের মাত্র ৭%। অথচ তহবিলটি করাই হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর পক্ষ থেকে কিছুটা ক্ষতিপূরণ দিতে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে এ তহবিল থেকে যে অর্থ ব্যয় করা হয়েছে তা যথেষ্ট নয়। তবে তহবিল বণ্টন শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান