দুবাই: আন্তার্জাতিক ওয়ানডে ক্রিকেটে পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের রস টেলর। সোমবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টেলর করলেন অপরাজিত ১০৫ রান। এর আগে বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে হ্যামিলটন ও ওয়েলিংটনে পরপর দুটো সেঞ্চুরি করেছিলেন।
চোটের পর দেশের জার্সিতে ফিরে ফের সেঞ্চুরি করলেন কঠিন সময়ে। টেলরের আগে বিশ্ব ক্রিকেটে পরপর তিনটি ওয়ানডে তে শতরান করার নজির আছে মাত্র পাঁচ ব্যাটসম্যানের। তার হলেন জাহির আব্বাস ,সাঈদ আনোয়ার (দু জনেই পাকিস্তানের) হারশেল গিবস, এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক (তিনজনেই দক্ষিণ আফ্রিকার)।
টেলরের ১৩৫ বলে অপরাজিত ১০৫ রানের সৌজন্যে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৫৬ রান। অথচ একটা সময় ১১ রানের মধ্যে দলের অর্ধেক ইনিংস শেষ গুটিয়ে গিয়েছিল কিউইদের। তবে এর পরও জিততে পারেনি।পাকিস্তানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান