ঢাকা : বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাজরীনের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয় এর ভয়াবহতার। এই ভয়াবহতা প্রতিরোধ করবে ‘কালপেডা’। ‘কালপেডা’ একটি পাম্পের নাম। যা কারখানার যে কোনো ভয়াবহ আগুন নেভাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
পোশাক কারখানায় অগ্নি দুর্ঘটনার কথা মাথায় রেখে ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং এন্ড ফায়ার সেফটি’। এক্সপোতে নাজি ইলেকট্রো পাওয়ার লিমিটেড সরবরাহ করছে কালপেডা। এটি ইটালিতে তৈরি হয়েছে।
পাম্পটির মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা। যে কোনো উচ্চতর বিল্ডিং, গার্মেন্টস কারখানা ছাড়াও অন্যান্য কারখানায় এই পামটির মাধ্যমে আগুন নেভানো সম্ভব।
নাজি ইলেকট্রো পাওয়ার লিমিটেডের প্রটেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. সোলেমান শীর্ষ নিউজকে জানান, এই পাম্পটি আধুনিক প্রযুক্তির পাম্প। এটির মাধ্যমে অত্যন্ত কম সময়ে এবং সহজে অগ্নি দুর্ঘটনা রোধ করা সম্ভব।
পাম্প ছাড়াও এই স্টলটিতে রয়েছে ফায়ার হাউজ পাইপ, স্পিরিংলার সিস্টেম, ফায়ার রেটেড ডোরস, ফায়ার ব্রিজ কানেকটর।
ফায়ার সেফটি নিয়ে প্রথম আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে ১০টি দেশের ৪৮টি বিদেশি কোম্পানি এবং ৪৪টি দেশীয় কোম্পানি। প্রদর্শনীতে ৯২টি স্টল তাদের অগ্নি নিরাপত্তা বিষয়ক যন্ত্রপাতি প্রদর্শন করছে।
মেলার পরিচালনার দায়িত্বে থাকা এলেভেইটের পরিচালক পেট্রিক মেককেলার জানান, প্রতিদিন ৩ হাজার ৮০০ মানুষ মেলায় প্রদর্শনীতে আসছেন। অনলাইনে রেজিস্ট্রেশন করেছে এখন পর্যন্ত ৬ হাজার ১০০ মানুষ। আমরা ফেসবুকে একটা পেজ খুলেছি, যেখানে শত শত মানুষের সাড়া পাচ্ছি। মেলায়ও মানুষের ব্যাপক সাড়া। এতেই বুঝা যায় মানুষ নিরাপত্তা বিষয়ে অনেক সচেতন হয়েছে।
বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, এই প্রদর্শনী শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে বড় একটি প্রদর্শনী। এর আগে বিভিন্ন ছোট ছোট সেমিনার হয়েছিলো। গত ফেব্রুয়ারি মাসেও ছোট পরিসরে একটা হয়েছিলো। তখন মনে হয়েছে আরো বড় পরিসরে এটা করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন গার্মেন্টস মালিকরা বলছেন এটা অত্যন্ত ভালো একটি আইডিয়া। অগ্নি নিরাপত্তা বিষয়ে এই আইডিয়াটাই সবচেয়ে বড়। অ্যালায়েন্সের সঙ্গে কথা বলেছি। অগ্নি নিরাপত্তার জন্য পৃথিবীর বিখ্যাত বড় বড় ব্র্যান্ডকে নিয়ে আসতে বলেছি এবং তাই করা হয়েছে। সারা বিশ্বে এটা একটা বড় তথ্য যে বাংলাদেশে নিরাপত্তা বিষয়ে এতো বড় একটা প্রদর্শনী হচ্ছে।
তিনি বলেন, এছাড়া সেশনে বিভিন্ন গার্মেন্টস মালিক এবং বিভিন্ন দেশের ক্রেতারা অংশগ্রহণ করছে। এটাও আমাদের জন্য বড় একটা অর্জন।
আয়োজক সংগঠন অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনী উপলক্ষে অ্যালায়েন্সের কর্মকাণ্ড তুলে ধরা। এছাড়া নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য।
প্রদর্শনীতে হাজির হয়েছে অগ্নি নিরাপত্তা বিষয়ক সরঞ্জমাদি নিয়ে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান লাইফকো-ইকে। তারা এখানে নিয়ে এসেছে অগ্নি নির্বাপনের বিভিন্ন সরঞ্জাম।
প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ রাগাভ বি বলেন, আমরা অগ্নি নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছি। এখানে অনেক মানুষ আসছে অগ্নি নিরাপত্তা সম্পর্কে জানতে। আমাদের প্রতিষ্ঠান গণসচেতনতা সৃষ্টিতে কাজ করে। এছাড়া বিভিন্ন ট্রেনিং সেমিনারেরও আয়োজন করছে। গাড়িতেও কীভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ও শিখানো হয়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুন মাহমুদ শীর্ষ নিউজকে বলেন, এখানে আমাদের যন্ত্রপাতির প্রদর্শনীর স্টল দেয়ার কারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা। আমরা কি যন্ত্রপাতি নিয়ে কাজ করছি তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। এছাড়া আমরা কীভাবে কাজ করি সেটাও জানানো।