ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত হিদার ক্রডেন।
সোমবার রাত ৮টা ৩৫মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া হিদার ক্রডেন বাংলাদেশে অবস্থানকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দল বিএনপির সহযোগিতা ও আতিথ্যপনার ভূয়সী প্রশংসা করেন।
তখন খালেদা জিয়া বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের অনেক দিনের পুরোনো সর্ম্পক। কাজেই যদি সময় সুযোগ আসে তাহলে বিএনপি বাংলাদেশের সঙ্গে কানাডার পারস্পরিক সর্ম্পক আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবে।