ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে (জানুয়ারি হতে নভেম্বর) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৯০ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার আটশত চুরানব্বই টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে।
সোমবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আটকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, স্থানীয় মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন, যৌন উত্তেজক ট্যাবলেট এবং বিভিন্ন প্রকারের ট্যাবলেট।
এছাড়াও গত ১১ মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮৩টি পিস্তল, ১০টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকারের বন্দুক, ২৬টি বিভিন্ন প্রকার বিস্ফোরক বোম, ৪৬১ রাউন্ড বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্রের গুলি, ৮০টি ম্যাগাজিন এবং ৩ বোতল গান পাউডার।
বিজিবি জানায়, এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযোগে ১ হাজার ৬৪২ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২৯ হাজার ৯৫০টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।