কলকাতা : পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে বাংলাদেশ কর্তৃক আটককৃত ২০ জেলেকে শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশকে একটা চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীমানায় কিছু পরিবর্তন করা হয়েছে যা আটককৃত জেলেরা জানতেন না। জেলেরা যেন শিগগিরই দেশে ফিরতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে আমি কেন্দ্রীয় সরকার বরাবর একটি চিঠি পাঠিয়েছি।
দক্ষিণ চব্বিশ পরগণার জেলা ম্যাজিস্ট্রেট শান্তনু বসু জানান, ২০ দিন আগে কানিং থেকে ২০-২১ জন জেলে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান