ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ইতিমধ্যেই আমাদের জিডিপি ৬ শতাংশের উপরে। সবক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের টার্গেট সহজেই পূরণ করতে পারবো। শিগগিরই বাংলাদেশ গ্লোবাল ইকোনমিতে একটা অবস্থান তৈরি করে নেবে।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত তিনদিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের নবম এবং শেষ সেশনে ‘সোশ্যাল ইমপ্যাক্ট: ক্যান আরএমজি সেক্টর হ্যাল্প বাংলাদেশ টু বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি’ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে শুধু মধ্যম আয়ের দেশ নয়। আমাদের অর্থনীতিতে একটা বিপ্লব ঘটবে।
তিনি আরো বলেন, মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক সেক্টর আরএমজি। এই সেক্টরের ৮০ শতাংশ মেয়ে প্রতিনিয়ত অর্থনীতির চাকা সচল রাখছে। মালিকদের উচিত আগে গার্মেন্টসে নিরাপত্তা নিশ্চিত করা।
এই সেশনে মূলত অর্থনৈতিক স্বাধীনতা ও জীবনযাত্রার মানোন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন এবং মানব সম্পদ উন্নয়ন সূচকগুলো নিয়ে আলোচনা করা হয়। এই সেশনে আলোচনায় আসে বাংলাদেশের মতো একটি দেশে কীভাবে শ্রমনিবিড় পোশাক শিল্প জাতির ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেখানে কিনা জনসংখ্যার আধিক্য আছে এবং এই জনসংখ্যাই দেশের প্রধান সম্পদ।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুবানা হকের সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, লন্ডনের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের গ্রিণ মেম্বার জিন ল্যাম্বার্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান