বরিশাল : বরিশাল নগরীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও ২৯ যাত্রী আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বাঁশতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বাকি আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন; সিদ্দিকুর রহমান (৪৫), তন্ময় (২৩), মিঠু (২০), অজ্ঞাত (৩০), রাব্বি (২৮), সুমন (৪৫), নজিবুর (৪৫), মাহাবুব (৩৫), জাহিদ (২৭), আনছার (৫৪), নাজমা (৩০), কার্তিক (৩০), ছিদ্দিকুর (৬০), ফরিদসহ (৪২) পরিচয় না পাওয়া আরো ১৫ জন।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে মা-বাবার দোয়া পরিবহনের একটি বাস ৪০ যাত্রী নিয়ে ভুরঘাটার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাশতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের ৩০জন আহত হয়।
তাদের মধ্যে ১০-১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আহত যাত্রীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান