অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহে ডিনার পার্টি

লন্ডন : টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য রোববার ছিল ফান্ড রেইজিং ডিনার পার্টি। লন্ডনের ইমিগ্রেশন ইভেন্টস ভেন্যুতে এই ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। ডিনারে স্থানীয় লেবার পার্টির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র এমপি রোশনারা আলীও উপস্থিত ছিলেন।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আবেগ তাড়িত কণ্ঠে টিউলিপ সিদ্দিকী বলেন, আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আমার মা ব্রিটেনে এসে আশ্রয় নিলে আপনারা সকলে আমাদের সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নানা বঙ্গবন্ধু ও তৎপরবর্তী অবস্থায় আপনারা যেভাবে সহযোগিতা ও সাহায্য অব্যাহত রেখেছিলেন, ঠিক একইভাবে আগামী মে ২০১৫ সালের মাসের নির্বাচনে সব ধরনের সাপোর্ট, সাহায্য আর সহযোগিতা করবেন- আমি সেটাই আশা করি।

টিউলিপ তার ফান্ড রেইজিং ডিনারে সকলের সাপোর্টের প্রশংসা করে বলেন, ব্রিটিশ জনগণের জীবন মান উন্নয়ন এবং কল্যাণে লেবার পার্টি বেশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে থাকে। বর্তমান কোয়ালিশন সরকার এনএইচএসসহ সকল ক্ষেত্রেই কাট নীতি গ্রহণ করছে, যা আমাদের অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্র সংকুচিত করে ফেলছে। আমাদের এনএইচএসসহ অত্যাবশ্যকীয় সার্ভিসসমূহ বাঁচিয়ে রাখার জন্য লেবার পার্টির ক্ষমতায় যেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফান্ড রেইজিং ডিনারে রোশনারা আলী এমপি বলেন, আপনাদের সমর্থন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আমি ঢুকেছি। আমার মনে হচ্ছে টিউলিপ সিদ্দিককে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। শুধু টিউলিপ নয়, এ যাত্রায় রূপা, আনোয়ার বাবুলসহ আরো অনেককে পাঠাবেন বলে আশা করি।

অনুষ্ঠানে খন্দকার মাশরুর হোসেনও বক্তব্য দেন। এ সময় ফান্ড রেইজিং ডিনারে তিনি ৩ হাজার পাউন্ডে বাংলাদেশ ক্রিকেট দলের স্বাক্ষর সম্বলিত একটি দুর্লভ ক্রিকেট ব্যাট কেনেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্ট্যাড কিলবার্ন আসন থেকে লেবারের টিকেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী বছরের মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে এমপি ছিলেন গ্লেন্ডা জ্যাকসন। তিনি অবসরে গেলে লেবার পার্টির টিকেট পান টিউলিপ। বিগত নির্বাচনে এই আসনে টোরি পার্টি ৪২ ভোটের ব্যবধানে হেরে যায়। এবার এই আসনে টিউলিপের বিপরীতে আছেন সায়মন মার্কাস।

নির্বাচনী তথ্যমতে এই আসনে বিগত সময়ে ভোটার ছিলেন ৭৮ হাজার ৫৫৬। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা হলেও এই আসনে প্রায় ২ হাজারের কাছাকাছি বাঙালি ভোটার রয়েছেন বলে জানা গেছে।

টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহে এই ডিনার থেকে তাৎক্ষণিক ৩ হাজার পাউন্ডসহ প্রায় ৪৫ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছে বলে জানা গেছে।

অবশ্য স্থানীয় লেবার পার্টি এখনো এ সংক্রান্ত প্রেস রিলিজ ইস্যু করেনি। তাই অংকের হিসেবটা পুরোপুরি নিশ্চিত করার জন্য কাউকে পাওয়া সম্ভব হয়নি।

বেথনাল গ্রিন বো আসনের প্রার্থী রোশনারা আলীর ফান্ড রেইজিং ডিনারে লেবার পার্টির এক ডজন এমপিসহ সাবেক কেবিনেট মিনিস্টার ফ্রাঙ্ক ডবসন, জিম ফিটজ প্যাট্রিক এমপিও ছিলেন এবং তাৎক্ষণিক ১২ হাজার পাউন্ডসহ ৫০ হাজার পাউন্ড সংগ্রহ হয়েছিলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহে ডিনার পার্টি

আপডেট টাইম : ০৪:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪

লন্ডন : টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য রোববার ছিল ফান্ড রেইজিং ডিনার পার্টি। লন্ডনের ইমিগ্রেশন ইভেন্টস ভেন্যুতে এই ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। ডিনারে স্থানীয় লেবার পার্টির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র এমপি রোশনারা আলীও উপস্থিত ছিলেন।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আবেগ তাড়িত কণ্ঠে টিউলিপ সিদ্দিকী বলেন, আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আমার মা ব্রিটেনে এসে আশ্রয় নিলে আপনারা সকলে আমাদের সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নানা বঙ্গবন্ধু ও তৎপরবর্তী অবস্থায় আপনারা যেভাবে সহযোগিতা ও সাহায্য অব্যাহত রেখেছিলেন, ঠিক একইভাবে আগামী মে ২০১৫ সালের মাসের নির্বাচনে সব ধরনের সাপোর্ট, সাহায্য আর সহযোগিতা করবেন- আমি সেটাই আশা করি।

টিউলিপ তার ফান্ড রেইজিং ডিনারে সকলের সাপোর্টের প্রশংসা করে বলেন, ব্রিটিশ জনগণের জীবন মান উন্নয়ন এবং কল্যাণে লেবার পার্টি বেশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে থাকে। বর্তমান কোয়ালিশন সরকার এনএইচএসসহ সকল ক্ষেত্রেই কাট নীতি গ্রহণ করছে, যা আমাদের অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্র সংকুচিত করে ফেলছে। আমাদের এনএইচএসসহ অত্যাবশ্যকীয় সার্ভিসসমূহ বাঁচিয়ে রাখার জন্য লেবার পার্টির ক্ষমতায় যেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফান্ড রেইজিং ডিনারে রোশনারা আলী এমপি বলেন, আপনাদের সমর্থন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আমি ঢুকেছি। আমার মনে হচ্ছে টিউলিপ সিদ্দিককে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। শুধু টিউলিপ নয়, এ যাত্রায় রূপা, আনোয়ার বাবুলসহ আরো অনেককে পাঠাবেন বলে আশা করি।

অনুষ্ঠানে খন্দকার মাশরুর হোসেনও বক্তব্য দেন। এ সময় ফান্ড রেইজিং ডিনারে তিনি ৩ হাজার পাউন্ডে বাংলাদেশ ক্রিকেট দলের স্বাক্ষর সম্বলিত একটি দুর্লভ ক্রিকেট ব্যাট কেনেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্ট্যাড কিলবার্ন আসন থেকে লেবারের টিকেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী বছরের মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে এমপি ছিলেন গ্লেন্ডা জ্যাকসন। তিনি অবসরে গেলে লেবার পার্টির টিকেট পান টিউলিপ। বিগত নির্বাচনে এই আসনে টোরি পার্টি ৪২ ভোটের ব্যবধানে হেরে যায়। এবার এই আসনে টিউলিপের বিপরীতে আছেন সায়মন মার্কাস।

নির্বাচনী তথ্যমতে এই আসনে বিগত সময়ে ভোটার ছিলেন ৭৮ হাজার ৫৫৬। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা হলেও এই আসনে প্রায় ২ হাজারের কাছাকাছি বাঙালি ভোটার রয়েছেন বলে জানা গেছে।

টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহে এই ডিনার থেকে তাৎক্ষণিক ৩ হাজার পাউন্ডসহ প্রায় ৪৫ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছে বলে জানা গেছে।

অবশ্য স্থানীয় লেবার পার্টি এখনো এ সংক্রান্ত প্রেস রিলিজ ইস্যু করেনি। তাই অংকের হিসেবটা পুরোপুরি নিশ্চিত করার জন্য কাউকে পাওয়া সম্ভব হয়নি।

বেথনাল গ্রিন বো আসনের প্রার্থী রোশনারা আলীর ফান্ড রেইজিং ডিনারে লেবার পার্টির এক ডজন এমপিসহ সাবেক কেবিনেট মিনিস্টার ফ্রাঙ্ক ডবসন, জিম ফিটজ প্যাট্রিক এমপিও ছিলেন এবং তাৎক্ষণিক ১২ হাজার পাউন্ডসহ ৫০ হাজার পাউন্ড সংগ্রহ হয়েছিলো।