ঢাকা : শিল্প, শিক্ষা-প্রযুক্তি, পরিবহন-যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎখাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী।
সোমবার বিকেলে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশে সফররত চীনা ব্যবসায়ী সংগঠন সিসিপিআটি‘র নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ আহবান জানান।
মনোয়ারা হাকিম চীন ও বাংলাদেশের ব্যবসায়িক সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে ৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। যা মোট আমদানির ২৫ শতাংশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রফতানি করা হয়েছে ৭৪৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
এছাড়া তৈরি পোশাক, জাহাজ নির্মাণ ও চামড়া জাতীয় পণ্যের গুণগত মানের কথা উল্লেখ করে এসব খাতে বিনিয়োগ করলেও চীনের ব্যবসায়ীরা লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।
অপরদিকে আইটি, ই-কমার্চ, বায়ো-ওষুধ, খাদ্য-পানীয়, পোশাক, বিদ্যুত ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছে।
সফররত চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন (সিসিপিআইটি‘র) ভাইস প্রেসিডেন্ট হুয়াং জিহং।