বেনাপোল : যশোরের শার্শা উপজেলা যুবলীগ নেতা তুজাম হত্যার ঘটনায় ছাত্রলীগের ১২ নেতা কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় তুজামের বাবা বাদী হয়ে ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমসহ ১২ নেতা কর্মীর নামে এ মামলা দায়ের করেন।
সোমবার সকালে তুজাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ও তার কর্মীদের আক্রমণে গুরতর আহত হয়েছিলেন তিনি।
এঘটনায় প্রশাসন থেকে ৫ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস পেয়ে যশোর-বেনাপোল ও নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা।
তবে শার্শার বিভিন্ন স্থানে যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হত্যাকারীদের আটকের দাবিতে মিছিল ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জানান, তুজাম হত্যার সঙ্গে জড়িত উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদারসহ তার সহযোগীদের আটক না করা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে।
প্রশাসন ৫ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় আপাতত সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে।
অন্যদিকে, যুবলীগ নেতা হত্যার ঘটনায় অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ০৫ ডিসেম্বর রাতে এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে সালিশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ও তার কর্মীদের সঙ্গে উপজেলা যুবলীগ নেতা তুজামের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা তুজাম ও আহসান আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তুজামের অবস্থার অবনতি হলে পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
পরে এ খবর পেলে যুবলীগ ও আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার, তার শ্বশুর ও স্বজনদের ৪টি বাড়ি পুড়িয়ে দেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান জানান, তুজাম হত্যা মামলা আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান