ঢাকা : বাংলাদেশে জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের এমপি জিম ল্যাম্বার্ট।
সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি একথা জানতে চান।
বিকেল ৫ টায় বৈঠকটি শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ইইউ বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কী তা জানতে চেয়েছে। আমরা বিস্তারিত বলেছি। তারা জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে।
হানিফ বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল। এই দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে। এছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে।
তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মাহবুব-উল-আলম হানিফ।
ইইউ এর পক্ষে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইইউ এর বাংলাদেশ ডেলিগেশন এর সদস্য মি. পিয়েরে মাইদুন, ইউরোপিয়ান এক্সটার্নাল একশন সার্ভিসের ডেস্ক অফিসার মিস লুইস কোর্নগ এবং ইইউ এর সহকারী সদস্য মিস পুনাম দাতার।
আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ড. আবদুস সোবহান গোলাপ এবং পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান