ঢাকা : রাজধানীর মুগদা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত ইসলাম মাহিন (২৩) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। এতে তার সঙ্গে থাকা আরোহী আবু তালেব (৪৫) গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে মুগদা ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহত মাহিনের বাড়ি দক্ষিণ কমলাপুর এলাকায়। বাবার নাম মীর আশরাফুল ইসলাম। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি।
আহত আবু তালেব জানায়, সোমবার দুপুর ২টার দিকে আমরা মোটরসাইকেল চালিয়ে রামপুরা-বনশ্রী থেকে দক্ষিণ কমলাপুর মাহিনদের বাসায় যাচ্ছিলাম। মাহিন মোটরসাইকেল চালাচ্ছিল। মুগদা ফুটওভার ব্রিজের নিচে চলন্ত মোটরসাইকেলের সামনে রিকশা চলে এলে দু’জনই ছিটকে পড়ে যাই।
পরে আহত অবস্থায় পথচারীরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান বলে জানায় তালেব।
তালেব আরও জানান, সে মাহিনদের বাড়ি নির্মাণের ঠিকাদার। তারা বাড়ি নির্মাণের জন্য রড কিনতে যাচ্ছিলেন।
খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে মাহিনের বন্ধু মেহেদী তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ দুপুর ২টা ৫০ মিনিটে মাহিনকে মৃত ঘোষণা করেন।
মাহিনের খালাতো ভাই লুবায়েত জানান, মাহিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান