লন্ডন : আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার শুরু হওয়ার পর থেকে, এমনকি গত দশকের মধ্যেও যাকে কেউ লন্ডন এবং আশপাশের কোন শহরে প্রকাশ্য কোনো জনসভা, মিটিং কিংবা কোন আলোচনা, সামাজিক অনুষ্ঠান কোথাও এক নজর দেখা যায়নি। এমনকি বাংলা মিডিয়ার সাংবাদিকরা যার মন্তব্য পাওয়ার জন্যে হন্যে হয়ে চেষ্টা করেও দেখা পাননি বা সফল হননি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের হুলিয়া মাথায় নিয়ে যিনি অনেকটা মিডিয়া ও সামাজিক অনুষ্ঠান থেকে দূরে ছিলেন, সেই চৌধুরী মঈনুদ্দিন হঠাৎ করে ইষ্ট লন্ডন মুসলিম সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা সকলের মধ্যে বিস্ময় ও কৌতুহলের জন্ম দেয়। ট্রাইব্যুনালে যখন মামলা চলে তখন প্রসিকিউশন একেক সময় একেক তথ্য দিয়েছিলেন, কখনো বলেছিলেন মঈনুদ্দিন যুক্তরাষ্ট্রে, আবার বলেছিলেন যুক্তরাজ্যে। সাংবাদিকরাও একেক সময় তার অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে আসছিলেন। চ্যানেল ফোর ১৯৯৪ সালে ডিসপাচ অনুষ্ঠানে অবশ্য জানিয়েছিলো, মঈনুদ্দিন লন্ডনে বসবাস করছেন। মুসলিম এইড ওয়েব অনুসারে মঈনুদ্দিন মুসলিম এইডের ট্রাস্টি হিসেবে লন্ডনে নিরিবিলি স্থানে বসবাস করছেন এবং ট্রাস্টির কাজে অংশ নিচ্ছেন। গার্ডিয়ানের কাছেও একই তথ্য রয়েছে। বর্তমানে এই মুসলিম এইড ব্রিটিশ সরকারের নজরদারিতে রয়েছে বলে সূত্র উল্লেখ করেছে। বাংলাদেশের সরকার প্রধান, বিভিন্ন সংস্থা যেখানে হন্যে হয়েও যার কোন হদিস পায়নি, ট্রাইব্যুনালে তার অবস্থান নিয়ে সঠিক সংবাদ প্রদানে প্রসিকিউশন সক্ষম হয়নি- তাকে দেখা গেলো ইস্ট লন্ডন মসজিদের মুসলিম সেন্টারে আগত অতিথি ও নিমন্ত্রণকারীর সাথে প্রকাশ্যে করমর্দন করতে। তিনি সেখানে ছবিও তুলেছেন।
জানা যায়, অনুষ্ঠানের আয়োজক ছিলেন- লন্ডনের সাংবাদিক এনামুল হক চৌধুরী। দিনটি ছিলো এনামুল হক চৌধুরীর বিয়ের বউভাতের অনুষ্ঠান। তিনি লন্ডনের একটি টেলিভিশন চ্যানেলে টক শোরও প্রেজেন্টার। জামায়াতে ইসলামী কিংবা তাদের অন্য কোন সংগঠনের কোন অনুষ্ঠানে চৌধুরী মঈনুদ্দিন গত এক দশকের মধ্যে উপস্থিত না হলেও সাংবাদিক এনামুল হক চৌধুরীর বিয়ের বউভাত অনুষ্ঠানে উপস্থিতি নানা গুঞ্জন ও প্রশ্নের জন্ম দিয়েছে।