ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) তার সদস্যদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০১৩ সালের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা এবং ২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এ বৃত্তি দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ৭ ডিসেম্বর থেকে ডিএসইসি সদস্যদের সন্তানদের কাছ থেকে নির্ধারিত ফরমে বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৫ ডিসেম্বর।
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ১কপি ছবি, নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমান (০১৯১২৮০৬৬৮০), যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান (০১৭১৮৭৪৩৩০২), সদস্য নাসরীন গীতি (০১৮১৯০২০৫৩৯), সানজীদা সুলতানা (০১৭১২৭৪৩০৪৪) ও আনজুমান আরা শিল্পী’র (০১৭১৫১১০৩৫১) সঙ্গে যোগাযোগ করা যাবে।
বি.দ্র: আবেদনপত্রটি শীর্ষ নিউজে প্রকাশিত এই নিউজটির উপরের দিকে প্রিন্ট অর্ডারের পাশেই দেওয়া রয়েছে। ক্লিক করলেই সেখান থেকে আপলোড করা যাবে।