অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

সফল হয়েছি, কিন্তু…

সফল হয়েছেন, কিন্তু ভুললে চলবে না৷ কী তাই ভাবছেন তো? কিছুই না জীবনে চলার পথে সোজা-সাপটা কয়েকটা রেজিলিউশন৷ আসলে জীবনে সাফল্য পাওয়ার পরপরই আমরা অনেক কিছুকেই ভুলে যাই বা এড়িয়ে যাই৷ আর এর মধ্যে প্রধান হচ্ছে ব্যর্থতা৷ কিন্তু মনে রাখতে হবে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আসবে৷ তাই নেতিবাচক পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মানসিকতা সবসময়ই রাখতে হবে৷ তাছাড়া সাফল্যের চূড়ায় থাকাকালীন কয়েকটা সহজ কথা মাথায় রাখলেই সম্ভব হবে যেকোনো পরিস্থিতি বা বলা ভালো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা৷

১. সবার আগে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন৷ আগে যা ঘটে গেছে, তা তো আপনি চাইলেও আর বদলাতে পারবেন না৷ তাই সবসময় নিজের বর্তমান সাফল্যের চিন্তায় বিভোর না থেকে চেষ্টা করুন নিজের পুরনো ভুলত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে৷ আজকে হয়তো আপনি সাফল্য পেয়েছেন, কাল না-ও পেতে পারেন৷ তাই বর্তমানে অতীতের ছায়া না ফেলে চেষ্টা করুন সেখান থেকে এমন কিছু শিখতে যা আপনার আগামী দিনগুলোকে আরও মসৃণ করবে৷

২. সাফল্য পেয়ে আমরা অনেকসময়ই সমস্যার কথা ভাবি না অথবা সমস্যার গভীরে গিয়ে কোনো বিষয়কে দেখি না৷মু খে সর্বক্ষণ ঘুরতে থাকে সমাধানেরই কথা৷ কিন্তু চারপাশে যদি সত্যিই কোনো পারিবারিক বা কার্যগত সমস্যা থাকে, চেষ্টা করুন সেটা শুরু থেকে ভাবতে৷ খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন সবকিছু৷

৩. চারপাশের লোকজনের মতামত শোনাটাও কিন্তু জরুরি৷ সেটা মানা না-মানা আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আজ আপনি জীবনে সফল বলে কেউ কিছু বললে নেগেটিভ রি-অ্যাক্ট করাটা কিন্তু মানায় না৷ কারণ কালকে আপনার অসময়ে আপনার মন্তব্যে কেউ যদি প্রতিবাদ করে তখন আপনার কেমন লাগবে সেটা কখনও ভেবে দেখেছেন কি?

৪. নিজে কী করতে চান সে ব্যাপারে সম্পূর্ণ ফোকাসড থাকুন৷ আর ধৈর্য ধরুন৷ সব কিছু আপনার হাতের মুঠোয় রয়েছে বলে কোনো ব্যাপারেই কোনো অপেক্ষা করব না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবিলম্বে তা বর্জন করুন৷ অফিসে প্রোমোশনই হোক, নতুন কিছু শেখাই হোক বা নিজেকে মেন্টেন করা হোক, কোনো কিছুতেই রাতারাতি রেজাল্ট আসবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে৷ ওই যে কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে৷ অপেক্ষা করতে করতে হতাশা আসলেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না৷

৫. সাফল্য পেলেও অনেকেই কিন্তু সেই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েন৷ নিজের পুরনো কাজগুলো খুঁটিয়ে দেখে খামতিগুলো শুধরে নিন আর কখনও নিজের উপর আস্থা হারাবেন না৷ মনে রাখবেন যারা আপনাকে যোগ্য মনে করেছিল, তারা অবশ্যই আপনার সাফল্যের ধারা বজায় রাখার ব্যাপারে নিশ্চিত৷ তাই আত্মবিশ্বাস চলে গেলে তো চলবে না৷

৬. কোথায় এবং কখন না বলতে হবে , সে বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে৷ ঘর হোক বা বাইরে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে ফেললে কিন্তু মুশকিল হবে আপনারই৷ আর এটা যদি না করতে পারেন অতিরিক্ত চাপে কিন্তু একসময় কাজে কাঙ্খিত সাফল্য মিলবে না৷ আর তখনই পিছিয়ে পড়ার ভয় আপনাকে চেপে ধরবে৷

৭. যদি কোনো সময় একটা পুরো দিন ভালো না-ও কাটে তবে সেটাকে মাথায় রেখে অকারণ অবসাদে ভুগবেন না৷ ভালো দিন যেমন থাকে, খারাপ দিনও তো জীবনে আসবে৷ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ছোটখাটো ব্যাপারে নিত্যদিনের অবসাদগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না৷ আদতে তো আমরা মানুষ, দিনের শেষে আমাদের সকলেরই কমবেশি খামতি থেকেই যায়৷ আর এই সহজ সত্যিটাকে স্বীকার করে নিতে পারলেই মন থাকবে ফুরফুরে, আপনি থাকবেন তরতাজা৷-ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

সফল হয়েছি, কিন্তু…

আপডেট টাইম : ০২:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪

সফল হয়েছেন, কিন্তু ভুললে চলবে না৷ কী তাই ভাবছেন তো? কিছুই না জীবনে চলার পথে সোজা-সাপটা কয়েকটা রেজিলিউশন৷ আসলে জীবনে সাফল্য পাওয়ার পরপরই আমরা অনেক কিছুকেই ভুলে যাই বা এড়িয়ে যাই৷ আর এর মধ্যে প্রধান হচ্ছে ব্যর্থতা৷ কিন্তু মনে রাখতে হবে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আসবে৷ তাই নেতিবাচক পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মানসিকতা সবসময়ই রাখতে হবে৷ তাছাড়া সাফল্যের চূড়ায় থাকাকালীন কয়েকটা সহজ কথা মাথায় রাখলেই সম্ভব হবে যেকোনো পরিস্থিতি বা বলা ভালো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা৷

১. সবার আগে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন৷ আগে যা ঘটে গেছে, তা তো আপনি চাইলেও আর বদলাতে পারবেন না৷ তাই সবসময় নিজের বর্তমান সাফল্যের চিন্তায় বিভোর না থেকে চেষ্টা করুন নিজের পুরনো ভুলত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে৷ আজকে হয়তো আপনি সাফল্য পেয়েছেন, কাল না-ও পেতে পারেন৷ তাই বর্তমানে অতীতের ছায়া না ফেলে চেষ্টা করুন সেখান থেকে এমন কিছু শিখতে যা আপনার আগামী দিনগুলোকে আরও মসৃণ করবে৷

২. সাফল্য পেয়ে আমরা অনেকসময়ই সমস্যার কথা ভাবি না অথবা সমস্যার গভীরে গিয়ে কোনো বিষয়কে দেখি না৷মু খে সর্বক্ষণ ঘুরতে থাকে সমাধানেরই কথা৷ কিন্তু চারপাশে যদি সত্যিই কোনো পারিবারিক বা কার্যগত সমস্যা থাকে, চেষ্টা করুন সেটা শুরু থেকে ভাবতে৷ খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন সবকিছু৷

৩. চারপাশের লোকজনের মতামত শোনাটাও কিন্তু জরুরি৷ সেটা মানা না-মানা আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আজ আপনি জীবনে সফল বলে কেউ কিছু বললে নেগেটিভ রি-অ্যাক্ট করাটা কিন্তু মানায় না৷ কারণ কালকে আপনার অসময়ে আপনার মন্তব্যে কেউ যদি প্রতিবাদ করে তখন আপনার কেমন লাগবে সেটা কখনও ভেবে দেখেছেন কি?

৪. নিজে কী করতে চান সে ব্যাপারে সম্পূর্ণ ফোকাসড থাকুন৷ আর ধৈর্য ধরুন৷ সব কিছু আপনার হাতের মুঠোয় রয়েছে বলে কোনো ব্যাপারেই কোনো অপেক্ষা করব না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবিলম্বে তা বর্জন করুন৷ অফিসে প্রোমোশনই হোক, নতুন কিছু শেখাই হোক বা নিজেকে মেন্টেন করা হোক, কোনো কিছুতেই রাতারাতি রেজাল্ট আসবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে৷ ওই যে কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে৷ অপেক্ষা করতে করতে হতাশা আসলেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না৷

৫. সাফল্য পেলেও অনেকেই কিন্তু সেই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েন৷ নিজের পুরনো কাজগুলো খুঁটিয়ে দেখে খামতিগুলো শুধরে নিন আর কখনও নিজের উপর আস্থা হারাবেন না৷ মনে রাখবেন যারা আপনাকে যোগ্য মনে করেছিল, তারা অবশ্যই আপনার সাফল্যের ধারা বজায় রাখার ব্যাপারে নিশ্চিত৷ তাই আত্মবিশ্বাস চলে গেলে তো চলবে না৷

৬. কোথায় এবং কখন না বলতে হবে , সে বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে৷ ঘর হোক বা বাইরে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে ফেললে কিন্তু মুশকিল হবে আপনারই৷ আর এটা যদি না করতে পারেন অতিরিক্ত চাপে কিন্তু একসময় কাজে কাঙ্খিত সাফল্য মিলবে না৷ আর তখনই পিছিয়ে পড়ার ভয় আপনাকে চেপে ধরবে৷

৭. যদি কোনো সময় একটা পুরো দিন ভালো না-ও কাটে তবে সেটাকে মাথায় রেখে অকারণ অবসাদে ভুগবেন না৷ ভালো দিন যেমন থাকে, খারাপ দিনও তো জীবনে আসবে৷ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ছোটখাটো ব্যাপারে নিত্যদিনের অবসাদগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না৷ আদতে তো আমরা মানুষ, দিনের শেষে আমাদের সকলেরই কমবেশি খামতি থেকেই যায়৷ আর এই সহজ সত্যিটাকে স্বীকার করে নিতে পারলেই মন থাকবে ফুরফুরে, আপনি থাকবেন তরতাজা৷-ওয়েবসাইট।