ফুলের মতো ফুটফুটে নিষ্পাপ দুটি শিশু ! মিম ও আলিফ। মিমের বয়স চার বছর এবং আলিফের বয়স ২ বছর। সম্পর্কে তারা আপন ভাইবোন । বর্তমানে এই শিশু দুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে। কারণ তাদের বাবা, মা কেউ বেঁচে নেই। ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটিরত নারী পুলিশ সদস্যদের যাকে সামনে দেখছে তাকেই আম্মা, আম্মা বলে সম্বোধন করছে তারা। ভিকটিম সাপোর্ট সেন্টারের নারী পুলিশ অফিসার ও সদস্যগণও পরম মমতায় শিশু দুটিকে সযত্নে লালন পালন করছে। নানাভাবে চেষ্টা করছে তাদের কোন বৈধ অভিভাবক বা নিকট আত্মীয়কে খুঁজে পেতে।
হতভাগ্য শিশু দুটির মা নাজমা বেগম গত ০২/০৭/১৪ ইং তারিখ সময় সন্ধ্য ০৬.৪৫ ঘটিকায় পেটে ও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি হন (ইমারজেন্সি বিভাগে রেজিষ্ট্রেশন নং- ৪০২৯৪/১৩৪ নাম: নাজমা, ঠিকানা: অজ্ঞাত )। অতঃপর মেডিসিন বিভাগের ১০৯ নং ওয়ার্ডের ৩২ নং বেডে দীর্ঘ ১ মাস ১২ দন চিকিৎসাধীন থাকার পর গত ০৪/০৮/১৪ ইং সকাল ০৬.০০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত নাজমার কোন আত্মীয় স্বজন না থাকায় তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। নাজমার স্বামী এবং এই শিশু দুটির পিতা, শাহজাহান কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। হাসপাতালের আয়া পারভীনের নিকট থেকে প্রাপ্ত নাজমার সৎ ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান নাজমার আসল নাম আসমা, পিতা- মৃত: শামসুদ্দীন, গ্রামঃ যশোর রাঙ্গাপুর, থানা এবং জেলা-শরীয়তপুর এবং তার শ্বশুরবাড়ী রংপুর । নাজমার নিজস্ব কোন আত্মীয় স্বজন নেই বলেও তিনি জানান।
ইতোমধ্যে শিশু দুটির প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন। শিশু দুটির বৈধ অভিভাবক বা নিকট আত্মীয় স্বজন থাকলে জরুরী ভিত্তিতে উপযুক্ত প্রমাণাদি সহ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। ভিকটিম সাপোর্ট সেন্টারে
যোগাযোগের ঠিকানাঃ-
তেজগাঁও থানা কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোনঃ ০২-৯১১০৮৮৫, মোবাইল নং০১৭৪৫৭৭৪৪৮৭
ই-মেইল vsc_dmp@yahoo.com
অথবা ডিএমপির মিডিয়া সেন্টারেও যোগাযোগ করা যেতে পারে।
মিডিয়া সেন্টারের ঠিকানাঃ
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। (রমনা থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭১৩৩৯৮৭৫৬